শিরোনাম
ওয়ারিশ সার্টিফিকেট জালিয়াতির মামলায় শওকত মুন্সিকে কারাগারে প্রেরণ ময়মনসিংহে বিএনপি’র নির্বাচনি জনসমুদ্রে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরলেন: তারেক রহমান রংপুর-১ আসন নির্বাচন থেকে বাদ পড়লেন জাপা প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ”কে ভুয়া ওয়ারেন্টের নোটিশ পাঠিয়ে হয়রানী অভিযোগ সন্ত্রাসী স্যার গ্রুপ হাসিনার ফ্যাসিবাদ দেখেছি, শেষ ১৭ মাসে অন্য দলের ফ্যাসিবাদও দেখছি: আসিফ মাহমুদ প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে: ইশরাক হোসেন ডাকসু নিয়ে বেফাঁস মন্তব্য, পদ হারালেন সেই জামায়াত নেতা ঐক্য ও সাম্যের আসন হিসেবে ঢাকা ৯-কে গড়ে তুলতে চান জাবেদ রাসিন খুলনা পৌঁছেছেন জামায়াত আমির নির্বাচন উপলক্ষে সুপ্রিম কোর্টে দুই দিনের সাধারণ ছুটি

রংপুর-১ আসন নির্বাচন থেকে বাদ পড়লেন জাপা প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১–৯ে ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত মামলার কারণে জাতীয় সংসদ নির্বাচন থেকে ছিটকে পড়ল ব্যারিস্টার মঞ্জুম আলী। মহামান্য সুপ্রিম কোর্ট মঙ্গলবার তার আপিল খারিজ করে দেন।

সুপ্রিম কোর্টের কেস হিস্ট্রি অনুযায়ী, Civil Misc Petition নং–৬১/২০২৬ মামলাটি শুনানি শেষে খারিজ করে দেওয়া হয়। ফলে দ্বৈত নাগরিকত্বজনিত অযোগ্যতা পুনঃপ্রযোজ্য হলো এবং নির্বাচন কমিশনের পূর্বের সিদ্ধান্ত কার্যকর থাকল না।

এ প্রসঙ্গে জানা গেছে, গত ১ জানুয়ারি ব্যারিস্টার মঞ্জুম আলী মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত না হওয়ায় রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। নির্বাচন বিধিমালা অনুযায়ী, প্রার্থীর হলফনামায় ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে মনোনয়ন বাতিলের সুযোগ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর ৫ জানুয়ারি ব্যারিস্টার মঞ্জুম আলী নির্বাচন কমিশনে আপিল করলে, কমিশন উভয় পক্ষের বক্তব্য ও দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত প্রত্যাহার করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন।

পরে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন নির্বাচনী প্রতীক বরাদ্দসহ সকল কার্যক্রম স্থগিত করতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রংপুর-১ আসনে নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার আদেশ প্রদান করেন। বিষয়টি পরে সুপ্রিম কোর্টে পৌঁছালে আদালত রিট খারিজ করেন এবং হাইকোর্টের আদেশ বহাল রাখেন। ফলে জাপার মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়।

Leave a Reply