শিরোনাম
তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত শেরপুরে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যের ডাক কলম্বিয়ার প্রেসিডেন্টের ‘মাফটা চান, বলেন ভুল করছি ১৯৭১ সালে—তারপর ভোটটা চান’ একটি দল জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে: নাহিদ ইসলাম হাফেজ্জী চ্যারিটেবলের উপদেষ্টা হলেন আ ফ ম খালিদ হোসেন ও মো. ইলিয়াস সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে: তারেক রহমান শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহার নওগাঁয় তারেক রহমানের জনসভাস্থল ও আশপাশ লোকে লোকারণ্য

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহার

Chif Editor

অলাইন ডেস্ক :- শেরপুরের ঝিনাইগাতীতে ইশতেহার পাঠ ও নির্বাচনী প্রচার ঘিরে জামায়াত নেতা নিহতের ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও জুডিশিয়াল ইনকোয়ারি কমিটির কাছে রিপোর্ট চেয়েছে কমিশন। প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর কমিশন সিদ্ধান্ত নেবে। সচিব আরও জানান, ৮ ফেব্রুয়ারির পর যারা আদালত থেকে প্রার্থিতা ফিরে পাবেন, তাদের ভোটের সঙ্গে পোস্টাল ভোট যোগ হবে না।

এদিকে, বুধবার সকালে নির্বাচন কমিশনে সাংবাদিকদের কয়েকটি সংগঠনের নেতারা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচনী সংবাদ সংগ্রহের কার্ড দিতে ইসির চালু করা অ্যাপ সাংবাদিকবান্ধব নয় বলে অভিযোগ করেন তারা।

এসময় সাংবাদিক নেতারা বলেন, আগামী রোববারের মধ্যে নির্বাচনী কার্ড সমস্যার সমাধান না করলে, ভোটের খবর সংগ্রহ করা হবে না। তবে নির্বাচন কমিশন এই কার্ড সমস্যার সমাধান করবে বলে প্রত্যাশা সাংবাদিক নেতাদের।

উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে নিহত হন জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম। এদিন বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বসার আসনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ হয়। এই ঘটনায় শেরপুর-৩ আসনের দুই দলের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন শেরপুরের ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে বলে জানান ইসি সচিব।

Leave a Reply