শিরোনাম
সাংবাদিকের মামলার বাধা প্রদানে আদালতে নালিশি অভিযোগ দায়ের-তদন্তের আদেশ প্রদান আদালতের কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত সংসদ নির্বাচন অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি দেবিদ্বারের এনসিপির পথসভা প্রস্তুতিতে হামলার অভিযোগ, আহত একাধিক গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া সৎ ও জনদরদী হওয়াটাই কি আজ সবচেয়ে বড় অপরাধ? তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত শেরপুরে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যের ডাক কলম্বিয়ার প্রেসিডেন্টের ‘মাফটা চান, বলেন ভুল করছি ১৯৭১ সালে—তারপর ভোটটা চান’

শেরপুরে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন

Chif Editor

অনলাইন ডেস্ক  :- শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট সংর্ঘের ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। মাহদী আমিন অভিযোগ করেন, জামায়াতের নেতাকর্মীরা আগে থেকে অনুষ্ঠানস্থলে চেয়ার দখল করার কারণেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

এদিকে মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারি সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, বিএনপির উসকানিতেই শেরপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।

উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বুধবার সন্ধ্যায় শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান জামায়াতের ঝিনাইগাতী উপজেলা সেক্রেটারী মাওলানা রেজাউল করিম। শেরপুরের মত ঘটনা যেন আর না হয় সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মাহদী আমিন।

এদিকে, শেরপুরে সংঘর্ষে দলের নেতা নিহতের ঘটনায় রাজধানীর মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রশাসনের অসহযোগিতার কারণেই বিএনপি কর্মীরা হামলা চালানোর সুযোগ পেয়েছে।

জামায়াতের ওপর হামলা বন্ধ না হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন এই নেতা। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের জোরালে ভূমিকা প্রত্যাশা করেন বিএনপি-জামায়াত নেতারা।

Leave a Reply