
অনলাইন ডেস্ক :- শেরপুরে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট সংর্ঘের ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। মাহদী আমিন অভিযোগ করেন, জামায়াতের নেতাকর্মীরা আগে থেকে অনুষ্ঠানস্থলে চেয়ার দখল করার কারণেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
এদিকে, শেরপুরে সংঘর্ষে দলের নেতা নিহতের ঘটনায় রাজধানীর মগবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রশাসনের অসহযোগিতার কারণেই বিএনপি কর্মীরা হামলা চালানোর সুযোগ পেয়েছে।
জামায়াতের ওপর হামলা বন্ধ না হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন এই নেতা। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের জোরালে ভূমিকা প্রত্যাশা করেন বিএনপি-জামায়াত নেতারা।



