শিরোনাম
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা: জি এম কাদের সাংবাদিকের মামলার বাধা প্রদানে আদালতে নালিশি অভিযোগ দায়ের-তদন্তের আদেশ প্রদান আদালতের কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত সংসদ নির্বাচন অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি দেবিদ্বারের এনসিপির পথসভা প্রস্তুতিতে হামলার অভিযোগ, আহত একাধিক গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া সৎ ও জনদরদী হওয়াটাই কি আজ সবচেয়ে বড় অপরাধ? তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত শেরপুরে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যের ডাক কলম্বিয়ার প্রেসিডেন্টের

সাংবাদিকের মামলার বাধা প্রদানে আদালতে নালিশি অভিযোগ দায়ের-তদন্তের আদেশ প্রদান আদালতের

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আআব্দুল্লাহ শুভ্র মামলার বাধা প্রদানে আদালতে নালিশি অভিযোগ দায়ের- বিজ্ঞ আদালতে তদন্তের আদেশ প্রদান।

আইন প্রশাসনের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি, মিথ্যা মামলা ও ভুয়া ওয়ারেন্ট তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এই চক্রটি বিভিন্ন আমলযোগ্য অপরাধের আসামি ও অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ছদ্মবেশে সক্রিয় থেকে আদালতের তথ্য পাচার করে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা চালায়।
অভিযোগ সূত্রে জানা যায়, “মওদুদ” নাম ব্যবহার করে তদন্তবিহীন, সমনবিহীন ভুয়া মামলার ওয়ারেন্ট দেখিয়ে সাদা কাগজে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় প্রদান করে চাঁদা আদায়ের চেষ্টা চালানো হয়। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জীবনে বিভ্রান্তি সৃষ্টি করে আইনি জটিলতায় ফেলে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করা।

এ ঘটনায় পেশাজীবী ও মানবাধিকারবিষয়ক খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র প্রয়োজনীয় সংযুক্তি ও প্রমাণসহ কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি সদর মডেল থানার অফিসার ইনচার্জ, সেকেন্ড অফিসার (অপারেশন) ও অভিযোগ তদন্তকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করেন। তদন্তকালে ডকুমেন্ট, বালাম বহি ও তল্লাশিতে দেখা যায়—“মওদুদ” নামটি সঠিক হলেও বাকি অভিযোগ, কাগজপত্র ও ওয়ারেন্ট সম্পূর্ণ ভুয়া ও জালিয়াতির আশ্রয়ে তৈরি।এই বিষয় কুমিল্লা কোতোয়ালি সদর মডেল থানায় ষরজন্ত্র মুলক মামলা তথ্য বিভ্রান্তি ছড়িয়ে আইন বিরোধী কাজ করা নামীয় ও অজ্ঞাত নামা চক্রগনদের বিরুদ্ধে বিস্তারিত মিথ্যা মামলার ওয়ারেন্ট স্মারক ও সুত্র নাম্বার এই চক্রের ধারাবাহিক অপরাধের প্রতিহত ও প্রতিকারে আইনগত ও প্রশাসনিক নিরাপত্তা চেয়ে অনলাইন জি ডি দায়ের করা হয়।জি ডি নাম্বার-১৮৮৫,তারিখ :-২৬.০১.২০২৬ইং অন্য দিক থেকে উক্ত আসামীগন সহ আসামী গনদের সহজোগিতা কারী অজ্ঞাতনামা আসামী গনরা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ.মলী আদালত -১ বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জি আর মামলা -৪১/৮৫০,তাং-১৪.১১.২০২৪ ইং ও জি আর মামলা-৫১/৮১২,তাং- ১৬.১০.২০২৫ মামলার আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দুটি আদেশ প্রদান করেন উক্ত আদেশ মুলে আসামীদের বিরুদ্ধে সহ অজ্ঞাতনামা আসামীগনদের বিরুদ্ধে সহ সহজোগীতাকারী গনদের বিরুদ্ধে জি আর মামলার বিরোধিতা করার কারনে উক্ত মামলার পরিচালনাকারী আইনজীবী উক্ত জি আর মামলার আদেশের মুলে চুড়ান্ত লিগ্যাল নোটিশ জারি করে।

স্নারক নাম্বার- জ/ আ/ গন/ বি/ ২য়/ ২৬ তারিখ :-০১.০১.২০২৬ইং ভাবে উক্ত চক্রটি আদালতের চুড়ান্ত লিগ্যাল নোটিশ ২ টি জাতীয় প্রকাশিত পত্রিকা ও ৩ টি স্থানীয় প্রকাশিত পত্রিকায় প্রকাশিত হয়।নোটিশ জারি হওয়ার পর আসামীগনদের পক্ষের লোকজন সহ পরিকল্পিত ভাবে সংঘটিত হয়ে পুনরায় মামলার আসামীদের সহজোগিতা করতে মামলার গতিবিধি পরিবর্তন করাতে কাউন্টার মিথ্যা ভুয়া বানোয়াট মামলার মিথ্যা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মওদুদ আব্দুল্লাহ বিরুদ্ধে।বিজ্ঞ আদালতে কুমিল্লা কোতোয়ালি থানা জি ডি সহ জেলা প্রশাসকের বরাবরে মিথ্যা ওয়ারেন্ট জারি করে মামলার গতিবিধি পরিবর্তন এবং জানুয়ারি ২৭,২০২৫ ইং পুনরায় ভিক্টিমকে মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে প্রান নাশের চেস্টা করে বিফলতায় আদালতের আদেশ অবমাননা করে, থানার জি আর মামলা তদন্তের আয়ু সরাসরি আইনগত অধিকতর প্রতিকার এবং পুরো আসামী চক্র বিরুদ্ধে নালিশী আমলজোগ্য অপরাধ সহ চলমান মামলার নালিশ বিজ্ঞ আইনজীবী মাধ্যমে বিবিধ ষরজন্ত্র মুলক আমলজোগ্য মামলার সংলিস্ট সকল অপরাধের প্রমান পত্র দিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নালিশ টি নতুন ভাবে আমলে নিয়ে মামলা রেকর্ড আদেশ দিয়ে পুলিশের গোয়েন্দা সংস্থাকে অধিকতর অপরাধ ও অপরাধী চক্র এবং এদের ইন্ধনদাতা সনাক্ত করে আইন গত তদন্ত প্রতিবেদন দাখিল সহ যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন মামলার স্মারক নাম্বার-১৬৬/২৬।তাং-২৮.০১.২০২৬ ইং।

Leave a Reply