শিরোনাম
এবার ঢাবির বাস যাবে কুমিল্লায়, চালু হচ্ছে রোববার ‘তারা কথায় কথায় ইসলামের নাম বলে, কিন্তু কর্মকাণ্ড ইসলামবিরোধী’ এবার সংঘর্ষে রণক্ষেত্র যশোর, আহত ১০ হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় চোরাগোপ্তা হামলা ‘যারা ক্ষমতার আগেই পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা ক্ষমতায় গেলে কী করবে’ চৌদ্দগ্রামে অবৈধভাবে নদীর মাটি কাটার অভিযোগ, ফসল ও সেচ ব্যবস্থায় মারাত্মক ক্ষতি ১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বলছে ইসি আল্লাহ চাইলে ১৩ তারিখ থেকে দেশ গড়ার কাজ শুরু করবো: তারেক রহমান নারায়ণগঞ্জ রুপগন্জ যুবদলের কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত আদালত চত্বরে হুমকি ও হামলার অভিযোগ! জমি বিরোধে নতুন মোড়, প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

আদালত চত্বরে হুমকি ও হামলার অভিযোগ! জমি বিরোধে নতুন মোড়, প্রশাসনের হস্তক্ষেপ দাবি।

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আদালত চত্বরে হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হামলার অভিযোগ উঠেছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী মাফুজা বেগম প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুরে মাফুজা বেগম তার স্বামী কবিরের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার জামিন সংক্রান্ত বিষয়ে আইনজীবীর সঙ্গে দেখা করতে বরিশাল জেলা জজ কোর্টে যান। জজ কোর্টের প্রধান ফটকের সামনে পৌঁছালে আশিক চৌধুরী, লিমন এবং রাহিমা আক্তার মারজানসহ কয়েকজন তাকে ঘিরে ধরে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাকে প্রাণনাশের ভয়ও দেখানো হয় বলে দাবি তার।

মাফুজা বেগম জানান, তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) ও পরে ৯৯৯ নম্বরে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে এলেও ‘কোর্ট বাউন্ডারির ভেতরে কাউকে আটক করা যায় না’ জানিয়ে তাকে বাসার কাছে পৌঁছে দেয়। তবে পরবর্তীতে তিনি জানতে পারেন, অভিযুক্তরা আদালত এলাকায় ঘোরাফেরা করেছে। আদালত প্রাঙ্গণে স্থাপিত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, আশিক চৌধুরীর বিরুদ্ধে জমির মালিকানা নিয়ে ভুয়া কাগজপত্র তৈরি ও নিজেকে সম্পত্তির দাবিদার হিসেবে উপস্থাপনের অভিযোগও রয়েছে। বিষয়টি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন বলে জানা গেছে। তার পারিবারিক সম্পত্তি নিয়ে পূর্বে বিক্রয় সংক্রান্ত দলিল থাকলেও নতুন করে মালিকানা দাবি ঘিরে বিরোধ আরও জটিল হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

ভুক্তভোগীর অভিযোগ, জমি বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা, আদালত এলাকায় ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি,সব মিলিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।তিনি প্রশাসনের কাছে আদালত প্রাঙ্গণের সিসিটিভি ফুটেজ যাচাই, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।
ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply