শিরোনাম

চৌদ্দগ্রামে অবৈধভাবে নদীর মাটি কাটার অভিযোগ, ফসল ও সেচ ব্যবস্থায় মারাত্মক ক্ষতি

Chif Editor

কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দিন-রাত নদীর মাটি কেটে নেওয়ার কারণে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে এবং সেচ ও নিষ্কাশন ব্যবস্থায় মারাত্মক সংকট তৈরি হয়েছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে।

স্থানীয়দের অভিযোগ, সুবর্ণপুর-গঙ্গানগর এলাকার তিন ভাই—আনোয়ার, মাও. সানাউল্লাহ ও এমদাদ হোসেন এবং সুয়াগঞ্জ-সুলতানপুর এলাকার হুমায়নের নেতৃত্বে দীর্ঘদিন ধরে কার্কি নদীসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নদীর মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বহু কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

কৃষকদের অভিযোগ, নিলোকী, কৃষ্ণপুর, দাসপাড়ার উত্তর পাশ এবং জুগীরকান্দি খালের পূর্ব পাশ দিয়ে প্রবাহিত বোয়ালজুড়ী নদীর উপরের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেচ ও পানি নিষ্কাশন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে জমিতে পানি জমে ফসল উৎপাদন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি বারবার জানানো হলেও চৌদ্দগ্রাম থানা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিশেষ করে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার (এসি ল্যান্ড) পক্ষ থেকেও কোনো দৃশ্যমান প্রতিবাদ বা ব্যবস্থা দেখা যাচ্ছে না বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় কৃষকরা জানান, দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ না করা হলে আগামী মৌসুমে আরও বড় ধরনের কৃষি ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply