দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বাজারে আসতে শুরু করেছে লিচু । দোকানগুলোতে রাজত্ব এখন এসব মৌসুমি ফলের। সুস্বাদু আম, লিচু, সফেদাসহ বিভিন্ন ধরনের ফলের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তবে দাম নাগালের বাইরে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।
পাইকারি বিক্রেতাদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারেও দাম বেশি বলে জানান ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (০৪ মে) রাজধানীর পল্টনে ঘুরে দেশি ফলের বাজারের এমন চিত্র দেখা যায়।
পর্যাপ্ত রোদের কারণে লিচুর ফলন এবার কম হওয়ায় সরবরাহ নেই। যার ফলে অতিরিক্ত দামেই লিচু বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের ধারণা, লিচুর দাম আরও বাড়বে।
তবে আমের সরবরাহ বাড়লেও পাইকারি বেশি দরে কিনে লাভের আশায় খুচরা আরও বেশি দামে বিক্রি করছেন এসব মৌসুমি ব্যবসায়ীরা।