শিরোনাম
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনকে কারাদণ্ড ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন বেষ্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড প্রদান ও বিজনেস সেমিনার অনুষ্ঠিত মোহাম্মদপুরে ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষণ রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সমাজসেবা কর্মীর মৃত্যু, আহত ১ নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ বিপিএ অ্যাওয়ার্ড পেলেন সিনিয়র সাংবাদিক জুয়েল খন্দকার অবশেষে ঠাকুরগাঁওয়ের পীরগন্জে একতা এক্সপ্রেস ট্রেনের হকার হত্যাকান্ডের চার আসামি রেল পুলিশের জালে পাবনার ভাঙ্গুড়ায় মানুষের ভীড় রউল বিলে বাউত উৎসবে

আফিফের সেঞ্চুরিতে আবাহনীর জয়

Deshpattra

জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিস্ট ‘এ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার ১১১ রানের সুবাদে বড় জয় পেয়েছে ঐতিহ্যবাহীরা।

আফিফের সেঞ্চুরিতে আবাহনী ২৮৫ রান সংগ্রহ করে। জবাবে প্রাইম ব্যাংক থেমেছে ২৪৩ রানে। তাতে ৪২ রানের জয়ে শিরোপার কাছে পৌঁছে গেছে আবাহনী। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৪ রানে ওপেনার শাহাদাত হোসেন দিপুকে (৫) হারায় প্রাইম ব্যাংক। দ্বিতীয় উইকেটে প্রান্তিক নওরোজ নাবিল ও জাকির হাসান ৬৮ রানের জুটিতে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেছেন। জাকির ৫১ বলে আউটের পর দ্রুত মোহাম্মদ মিঠুন (১৬), নাসির হোসেন (০) ও আল আমিন জুনিয়র (২৬) বিদায় নিলে চাপে পড়ে যায় তারা।

এরপর সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলা নাবিলও ফিরলে প্রতিরোধ গড়ার মতো ছিল না আর কেউ। ৭৪ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান নাবিল। মিডল অর্ডারে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকায় প্রাইম ব্যাংককে ৪৫.৪ ওভারে ২৪৩ রানে থামতে হয়েছে। মিডল অর্ডারে নামা অলক কাপালি ৪০ বলে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন। আবাহনী বোলারদের মধ্যে রিপন মাগুল, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না আবাহনীর। চলতি লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখের কেউ বড় রান পাননি। এনামুল ৩১ রানে আউট হওয়ার পর নাঈম ২৬ রানে ফিরেছেন। স্কোরবোর্ডে আর ১৭ যোগ হতে আউট হয়েছেন তিন নম্বরে নামা মাহমুদুল হাসান জয়ও।  ৯০ রানে তিন উইকেট হারানোর পর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও আফিফ হোসেনের ১৪০ রানের জুটিতেই পাল্টা আক্রমণ হানে আবাহনী। এই দু’ই জনের ব্যাটিং স্কোরকে আড়ইশোর কাছাকাছি নিয়ে যেতে অবদান রেখেছে।

মোসাদ্দেক ৭৬ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৬৭ রানে আউট হলে দারুণ এই জুটির অবসান ঘটে। এরপর ৯ বলে ১২ রান করে আউট হন খুশদিল শাহ। ৬ষ্ঠ উইকেটে আফিফ ও জাকের আলী অনিকের ২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতেই স্কোর ২৮৫ রান পর্যন্ত গেছে। অনিক ৫ বলে ১১ রানে অপরাজিত থাকলেও আফিফ পেয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের প্রথম সেঞ্চুরি। ১০১ বলে ৬ চার ও ৫ ছক্কায় আফিফ ১১১ রানে অপরাজিত ছিলেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বোলারদের মধ্যে কাশিফ ভাট্টি ও শেখ মেহেদী হাসান দুটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া রেজাউর রহমান রাজা নেন একটি উইকেট।

Leave a Reply