শিরোনাম
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি দাউদকান্দির পিআইও আরিফুল ইসলাম এর বিরুদ্ধে দুদকে শতকোটি টাকার মামলাঃ

নড়াইলে চিত্রা নদীতে গোসলে নেমে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী নিখোঁজ

Juyel Khandokar

নড়াইল প্রতিনিধি:-

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে আরিফা খাতুন (১১) নামের স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২ জুন) দুপুর ১টার দিকে নড়াইল সদর উপজেলার এস এম সুলতান সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরিফা স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সে নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে।

নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম রাত ৯টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাটবাড়িয়া গ্রামের প্রতিবেশী বোন আরিফা ও লামিয়া দুপুরে গোসল করতে চিত্রা নদীর এস এম সুলতান সেতুর নিচে নামে। পরে লামিয়া গোসল শেষে নদী থেকে উপরে উঠে আসলেও আরিফা উঠে আসেনি। পরে খবর পেয়ে সদর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে।

এরপর খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে এদিন সন্ধা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ডুবুরি দল। তবে তার কোনো সন্ধান মেলেনি। নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ সন্ধা ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। তবে নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ উদ্ধার অভিযান শেষ হলেও আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

Leave a Reply