শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জের সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

mdfaysalhawlader

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতাঃ ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাকেরগঞ্জ উপজেলার সাংবাদিকরা। ১৮ জুন বিকাল ৫ টায় বরিশাল বরগুনা মহাসড়কে বাকেরগঞ্জ উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি এসএম পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা রাখেন, দৈনিক মহাকালের সম্পাদক আহমেদ কাওসার ক্ষৌণিশ, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ শাখার সভাপতি জনকণ্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা জিয়াউল হক আকন, আনন্দ টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি বায়জিদ বাপ্পি, দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিনিধি অরুন দাস, দৈনিক নয়াশতাব্দীর প্রতিনিধি মাসুদ সিকদার, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি নওরেজ হীরা,

বক্তারা বলেন, জামালপুরের বকশীগঞ্জের ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর পৈচাশিক হামলা চালিয়ে হত্যা হয়। এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে আরও সংকুচিত করছে ও জনগণের বাকস্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। আমরা পরিকল্পিত এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জাকির জোমাদার, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জুয়েল তালুকদার, বাকেরগঞ্জ উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মুহা. সফিক খান, আলোকিত বরিশালের প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজ, দৈনিক বরিশাল বার্তার প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক দক্ষিণ বঙ্গের নির্বাহী সম্পাদক মাহফুজ খান, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শামীম আহমেদ, সময় এক্সপ্রেস নিউজের বাকেরগঞ্জ প্রতিনিধি মোনায়েম খান খোকন, দৈনিক তারুণ্যের বার্তার প্রতিনিধি আবুল বাশার, দৈনিক দেশজনপদ পত্রিকার প্রতিনিধি বশির আহমেদ, দৈনিক মুক্ত সংবাদের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বানীর প্রতিনিধি কামাল মৃধা, দৈনিক মাতৃজগদের প্রতিনিধি জহিরুল হক, দৈনিক ঢাকার কণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান রাকিব, দৈনিক সত্য সংবাদ পত্রিকার প্রতিনিধি মো. সানি, অনুসন্ধান নিউজের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন, দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি মোর্শেদ, দৈনিক বাংলাদেশ বুলেটিং পত্রিকার প্রনিনিধি জাহিদুল ইসলাম, সাংবাদিক রবিউল, সাংবাদিক তানিয়া, সাংবাদিক মনিরুল হক, সাংবাদিক জাকির প্রমুখ।

Leave a Reply