শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

➖গোল্ডকাপ ফুটবল লীগে নবাবগঞ্জকে হারিয়ে কেরাণীগঞ্জের বিজয়➖

Nasir Uddin Pollob

(দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় “ঢাকা জেলা প্রশাসক আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল লীগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুন) বিকেল ৪ টার দিকে নবাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঠ্য আয়োজনের মধ্যে দিয়ে নবাবগঞ্জ উপজেলা বনাম কেরানীগঞ্জ উপজেলা এ খেলা অংশ গ্রহণ করেন। খেলায় নবাবগঞ্জকে ২-০ গোলে হারিয়ে কেরানীগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

ঢাকা জেলা ক্রীড়া সংস্থা উদ্যোগে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক গোল্ডকাপ খেলাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। মাদকসহ বিভিন্ন অনিয়ম থেকে দুরে থাকতে খেলাধূলার বিকল্প নেই। এ সময় প্রতি বছরই খেলা ধূলায় অংশ গ্রহণ করার জন্য যুবকদের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শাহ জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাস আলী মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আ. হালিম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম এবং দোহার, কেরানীগঞ্জ, ধামরাই, সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তগন।

Leave a Reply