শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

দোহারে উদ্ভোধনের আগেই ভেঙ্গে পড়লো নব নির্মিত ব্রীজের এপ্রোচ

Nasir Uddin Pollob

দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার জেলা দোহার উপজেলার মাঝিরচর বাজার, কুলচুরি, দেবীনগর, জয়পাড়া-কাজিরচর সড়কে ৬ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ৩৬ টাকা ব্যয়ে নির্মিত ৬০.০৫ মিটার আরসিসি ব্রিজের এ্যপ্রোচ সড়ক নির্মাণের ১০ দিনের মধ্যেই ভেঙে পড়ল। স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রথমে কাজের ধীরগতি পরে তড়িঘড়ি করে নির্মাণ ও এলইজিডি’র সঠিক তত্ত্বাবধান না থাকায় নিম্ন মানের কাজ হওয়ায় বৃষ্টিতে ভেঙে গেছে ব্রিজের এ্যপ্রোচ সড়ক।
ব্রিজটি নির্মাণ করে এম.এম. বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দোহার উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে ২০২১-২০২২ অর্থবছরের কাজটির টেন্ডার পান এম.এম. বিল্ডার্স। কাজ শুরু করেন ২৩-০২-২০২২ইং। ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ শেষ করার সয়ম ১২ জুলাই ২০২৩ ইং। কাজ শুরুর দিকে ধীরগতি ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করার জন্য শেষের দিকে এসে তড়িঘড়ি করে কাজ শেষ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬০.০৫ ফুট দীর্ঘ আরসিসি ব্রিজের দুই পাশের এ্যপ্রোচের চার দিকের সড়ক বৃষ্টিতে ভেঙে গেছে। এছাড়া ব্রিজের গোড়ায় বাঁধাই করা বক্স সড়ে গেছে সড়ক ফুটো হয়েছে। ব্রিজের পশ্চিম দিকের বাম পাশের এ্যপ্রোচের পুরো মাটি বৃষ্টিতে সড়ে গেছে। বর্ষাকালে রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবণা রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. রফিক মোল্লা জানান, ব্রিজটি হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। কিন্তু দুঃখের বিষয় ব্রিজটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই কয়েকদিনের বৃষ্টির কারণে ব্রিজের ঢালের রাস্তার পাশ দিয়ে পানি নেমে মাটিসহ বক্স সড়ে রাস্তা ভেঙে গর্ত ও নালা হয়েগেছে। যদি এখনই সড়কটি ভেঙে যায়, তাহলে বর্ষাকালেতো কিছুই থাকবে না।
আরও এক স্থানীয় শরিফুল হক রাজন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মফিক কাজ না করার কারণে এপ্রোচে মাটি দিয়ে রুলিং ঠিকমত না করায়, গাইড ওয়াল না দেয়ায়, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখায় এবং এলইজিডি’র সঠিক তত্ত্বাবধানের অভাবে এভাবে বৃষ্টিতে ভেঙে গেছে ব্রিজের এপ্রোচ সড়ক।
এবিষয়ে দোহার উপজেলা নির্বোাহী প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শেদী জানান, এই প্রতিষ্ঠানের এই ব্রিজের কাজের ফাইনাল বিল দেওয়া হয়নি এখনো? ফাইনাল বিলের আগে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মেপে বুঝে নিয়েই সম্পুর্ন বিল দেওয়া হবে। আমাদেরকে বুঝিয়ে দেওয়ার আগেই সব ঠিক করে দেবে ঠিকাদারি প্রতিষ্ঠান এমন চুক্তি রয়েছে তাদের সাথে।

Leave a Reply