শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ভারতীয় মালামালসহ আটক ২

Juyel Khandokar

নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই ইয়ামিন সুমনের বিশেষ অভিযানে ভারতীয় পন্যসহ দুইজন কে আটক করেন।

পুলিশ সূত্র জানান, সোমবার (১০ জুলাই) এসআই ইয়ামিন সুমন এবং এএসআই কাজী ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ ডিউটি চলাকালীন সকাল সাড়ে ৭ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর ব্রিজের দক্ষিণ পাশে চৌরাস্তার মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০২(দুই) জন ব্যক্তি ০১টি সিএনজি যোগে চোরাই পথে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন কসমেটিক্স প্রসাধনী নিয়ে তৈলকুপি রোড হয়ে কুমিল্লা শহরের দিকে যাওয়ার পথে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন ০১) মোঃ আব্দুল বারেক (৪৫), পিতা-মৃত তফাজ্জু হোসেন, সাং-জগতপুর (ছদর উদ্দিন হাজীর বাড়ি), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা, ২) ঝরনা বেগম করুনা (৪০), স্বামী-মোঃ আলী মিয়া, পিতা-আব্দুল সামাদ, সাং-চম্পকনগর সাতরা, বিজনমোড়া (ছা চেয়ারম্যান এর পুরাতন বাড়ী), থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা।

এসময় তাদের থেকে ০১) ৭২ (বাহাকার) টি প্লাস্টিকের বোতল, প্রতিটি বোতল ৩০০ এমএল করে Dabur Vatika Enriched Coconut Hair Oil এর মুখ বন্ধ বোতল, ০২) ৫২০ (পাঁচশত বিশ) পিস ১৫ গ্রাম করে Skin shine Cream এবং ০১টি পুরান সিএনজি, যাহার রেজিস্ট্রেশন নম্বর-(কুমিল্লা-৭-১১-৩৪১০) চেসিস নম্বর নাই, ইঞ্জিন নম্বর অস্পষ্ট, যাহার মূল্য অনুমান-১০০,০০০/-(এক লক্ষ) জব্দ করেন।

উদ্ধারকৃত মালামাল ও আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply