শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি

মুন্সীগঞ্জে থামছেই না মাদক কারবারিদের দৌরাত্ম্য রাঘব বোয়ালরা ধরাছোয়ার বাইরে

mdfaysalhawlader

মোঃ সুজন বেপারী, স্পেশাল ডেস্ক – মুন্সীগঞ্জে থামছেই না মাদক কারবারিদের দৌরাত্ম্য মাদকের রমরমা ব্যবসা হয়ে উঠেছে এজেলায় মাদকের নেশা যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে ভবিষ্যৎ নিয়ে আশস্কা প্রকাশ করেছেন মীরকাদিম পৌর মেয়র হাজী আব্দুস সালাম ও সাধারণ জনগণ।

আগে তরুন-যুবকরা মাদকে আসক্ত হতো। এখন কিশোর, এমনকি কিশোরীরাও মাদকাসক্তির শিকার হচ্ছে। অতীতে মাদকের তালিকায় প্রধান দ্রব্যটি ছিল গাঁজা। এখন সেই তালিকায় যোগ হয়েছে আরো অনেক নাম।

এতে ছোটখাট মাদক বিক্রেতাদের ধরা হলেও রাঘব বোয়ালরা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে সচেতন মহল মনে করছে। তার মধ্যে সবচেয়ে ভয়ংকর মাদকটির নাম সর্বনাশা ইয়াবা। এই ইয়াবা মিরকাদিমের ওলি গলিতে পাওয়া যাচ্ছে। ফোন করলেই মিলছে মাদক।

আর এই মাদক চিকিৎসা বিজ্ঞানীদের মতে, এটি কেউ দীর্ঘদিন ব্যবহার করলে তার মধ্যে মানবিক গুনাবলি বলে কিছু অবশিষ্ট থাকে না। খুন-খারাবি সহ হেন অপকর্ম নেই, যা তারা করতে পারে না। শারীরিকভাবেও এর ক্ষতি ভয়ংকর। অথচ এই ইয়াবা এখন প্রত্যন্ত মীরকাদিমে এখন সহজলভ্য হয়ে গেছে। হাট বসিয়ে কেনা বেচা হলেও তা রোধ করা যাচ্ছে না নিরব ভূমিকায় প্রশাসন।

এ বিষয় র‌্যাব ১০ এর (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন,অপরাধ নিয়ন্ত্রণে আমরা সব সময়ই কাজ করছি। আমাদের নীতি হচ্ছে “যেই হোক, যাই হোক আর যেখানেই হোক” মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Reply