শিরোনাম
“খুনের দায়ে কুমিল্লায় একজনের যাবজ্জীবন কারাদন্ড” চবি’র আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চবি, ১৪৪ ধারা জারি নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি

পটুয়াখালী র‍্যাবের হাতে বরগুনা জেলার পাথরঘাটার ৩ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

mdfaysalhawlader

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কতৃক গত ০৬ আগষ্ট ২৩ইং তারিখ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে
তিনজন গাজা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব -৮।উক্ত অভিযান পরিচালনাকালে সকাল আনুমানিক ০৮:১০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন কাকচিড়া লঞ্চঘাট সংলগ্ন জনৈক ফোরকান হাওলাদারের খাবারের হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর কে বা কারা মাদক দ্রব্য গাঁজা ক্রয়/বিক্রয় এর জন্য অবস্থান করিতেছে।

এসময় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হক এর নের্তৃত্বে সকাল আনুমানিক ০৮:৫০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২(দুই) জন পুরুষ এবং ০১(এক) জন নারী’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ জালাল মিয়া (২৪), পিতা-মৃত তনু মিয়া, সাং-আমানগন্ডা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২। মোঃ রফিকুল বিহারী (৩০), পিতা-জমির আলী, সাং-আমানগন্ডা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং ৩। হাজেরা বেগম(২৬), স্বামী-রফিকুল বিহারী, সাং-আমানগন্ডা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা । ধৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জনসম্মুখে স্বীকার করে যে, তারা অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। উক্ত আসামীদের নিকট হতে সর্বমোট ০৩(তিন) টি মোবাইল, ০৬(ছয়) টি সীমকার্ড এবং ১১ কেজি ৮০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয় যার অবৈধ বাজার মূল্য অনুমান ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট হাজার) টাকা।

উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদেরকে বরগুনা জেলার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা জেলার পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করে যার মামলা নং-০৪ তারিখ- ০৬/০৮/২০২৩ ইং, ধারা মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ মামলা রুজু হয়।

এনিয়ে পটুয়াখালী কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো,নাজমুল হক দৈনিক বরিশাল সমাচারকে জানান,র‍্যাব মাদকের ব্যপারে জিরো টলারেন্স এছাড়াও আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply