দোহার-নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ-
ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নে কৃষি ফসলি জমির মাটি বিক্রির অপরাধে কথিত মাটিখেকো ফেরদৌস ফকিরকে আটক করে সাজা দিয়েছেন উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে উপজেলার নয়নশ্রী ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আ. হালিম এবং ওসি মো. সিরাজুল ইসলাম শেখ ফেরদৌস ফকিরকে আটক করে।
আটককৃত ফেরদৌস নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী গ্রামের গেদু ফকিরের ছেলে।
উপজেলা ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আটককৃত ফেরদৌস প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৃষি ফসলি জমির মাটি ও টপসয়েল বিক্রি করার অপরাধে তাকে আটক করা হয়। পরে তাকে কৃষি জমির মাটি বিক্রি করার অপরাধে সাজা দিয়ে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, কৃষি ফসলি জমির মাটি বিক্রি করা যাবে না। মাটি বিক্রি বন্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে।