শিরোনাম
ভালুকায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে দিপুকে হত্যা; পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার-শিক্ষা উপদেষ্টা তিতাসে শাশুড়ী হত্যার ঘটনায় জামাতা গ্রেফতার রংপুর বিভাগে সাড়ে ১১ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৯৯১০টি অভিযানে ৩০২৭ টি মামলা ৩১৫২ জন গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতার পদত্যাগ সাংবাদিক নূরুল কবীরের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানাল জামায়াত ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভানের’ যাত্রা শুরু সৎ প্রার্থী বেছে চিন্তা-ভাবনা করে ভোট দিন: প্রধান উপদেষ্টা বিএনপিতে যোগ দিলেন জোটের আরেক নেতা অন্তর্বর্তী সরকার তার বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে: দেবপ্রিয় ভট্টাচার্য তারেক রহমানের আগমন, দেশের রাজনৈতিক আকাশে আগাম বসন্তের হিল্লোল

দোহারে ৬ হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার কে ভ্রাম্যমাণের জরিমানা

Chif Editor

দোহার প্রতিনিধি :

বুধবার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মামুন খানের নেতৃত্বে দোহার উপজেলার সরকারি হাসপাতাল রোডে ছয়টি বেসরকারি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এসময় ক্লিনিকের যথাযথ পরিবেশ নিশ্চিত না করা, টেস্টের মূল্য তালিকা না থাকা, লাইসেন্স নবায়ন না করায় জয়পাড়া ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, ল্যাবকেয়ার ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা, জনসেবা ক্লিনিককে ৫ হাজার টাকা, মুক্তি ক্লিনিককে ৫ হাজার টাকা, সমাধান ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং জনসেবা ক্লিনিকের ডা. ফজলুর রহমান কে বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইন্তাজ বেসরকারি চক্ষু হাসপাতালকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সীলগালা করে বন্ধ করে দেওয়া  হয়েছে। অভিযানকালে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মো. জসিম উদ্দিন, উপজেলা স্যানিটারী কর্মকর্তা আনোয়ার হোসেন ও দোহার থানা পুলিশ উপস্থিত থেকে  প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

Leave a Reply