শিরোনাম
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা-৮ ফাঁকা রাখলো এনসিপি, প্রার্থী তালিকায় নেই আলোচিত সেই রিকশাচালক ভারতকে রাজি করিয়ে হাসিনাকে ফেরানোর চেষ্টা হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা কুমিল্লায় মানবাধিকার দিবস পালিত কুমিল্লায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে মুক্তি দিতে : রুহুল কবির রিজভী বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল

জামালপুর-চট্টগ্রাম চলাচল করবে বিজয় এক্সপ্রেস

Chif Editor

মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ- চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ময়মনসিংহের পরিবর্তে জামালপুর থেকে চট্টগ্রাম রুটে চলাচল করবে। ১২ নভেম্বর থেকে এ চলাচল শুরু হবে। জামালপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত কয়েকজন যাত্রীরা বলেন, জেলার অনেক ছেলেমেয়ে রয়েছে যারা চট্টগ্রামে পড়ালেখা করেন।

এছাড়া কাজের সন্ধানে অনেকে চট্টগ্রামে যান। এক সময় ময়মনসিংহ গিয়ে তাদেরকে ট্রেন ধরতে কিংবা বাসে যাতায়াত করতে হতো। এতে সময় এবং টাকা দুটোই অপচয় বেশি হতো। কিন্তু এখন খুব সহজেই গন্তব্যে পৌঁছাতে পারবেন। এতে তারা অনেক খুশি। শিল্প-বাণিজ্য, কৃষি বিপণনসহ নানাবিধ ক্ষেত্রে জামালপুর দেশের অন্য যেকোনো জেলার চাইতে কোনো অংশেই কম নয়।

বিজয় এক্সপ্রেস ট্রেনটি যারা শুধুমাত্র ময়মনসিংহ পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায় এবং জামালপুরে আসার বিরোধিতা করছে, তারা মূলত বৃহত্তর স্বার্থের চাইতে নিজেদের সুবিধাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন। বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে যাতায়াত করলে সামগ্রিকভাবে ময়মনসিংহবাসীর জন্যও অনেকক্ষেত্রে লাভবান হবে মনে করি।

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, প্রায় ১০ বছর ধরে বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে ছেড়ে যাওয়ার জন্য দাবি করে আসছিলাম। সেটারই প্রতিফলন ঘটেতে যাচ্ছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল সরকারের এই মহতী উদ্যোগকে বানচালে উঠেপড়ে লেগেছে। আমি বলবো ট্রেন একটি রাষ্ট্রীয় সম্পদ। বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে ছেড়ে গেলে সরকার লাভের মুখ দেখবেন বলে মনে করি।

জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বলেন, রেলওয়ে ডিজি জানিয়েছেন ১২ নভেম্বর জামালপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিজয় এক্সপ্রেস। তিনি আরও জানান, ট্রেন একটি রাষ্ট্রীয় সম্পদ। যেখান থেকে ছাড়লে মানুষের উপকার হবে, রাজস্ব বাড়বে সেখান থেকে ট্রেন ছেড়ে যাবে।

Leave a Reply