শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

জামালপুর-চট্টগ্রাম চলাচল করবে বিজয় এক্সপ্রেস

mdfaysalhawlader

মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ- চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ময়মনসিংহের পরিবর্তে জামালপুর থেকে চট্টগ্রাম রুটে চলাচল করবে। ১২ নভেম্বর থেকে এ চলাচল শুরু হবে। জামালপুর রেলওয়ে স্টেশনে অবস্থানরত কয়েকজন যাত্রীরা বলেন, জেলার অনেক ছেলেমেয়ে রয়েছে যারা চট্টগ্রামে পড়ালেখা করেন।

এছাড়া কাজের সন্ধানে অনেকে চট্টগ্রামে যান। এক সময় ময়মনসিংহ গিয়ে তাদেরকে ট্রেন ধরতে কিংবা বাসে যাতায়াত করতে হতো। এতে সময় এবং টাকা দুটোই অপচয় বেশি হতো। কিন্তু এখন খুব সহজেই গন্তব্যে পৌঁছাতে পারবেন। এতে তারা অনেক খুশি। শিল্প-বাণিজ্য, কৃষি বিপণনসহ নানাবিধ ক্ষেত্রে জামালপুর দেশের অন্য যেকোনো জেলার চাইতে কোনো অংশেই কম নয়।

বিজয় এক্সপ্রেস ট্রেনটি যারা শুধুমাত্র ময়মনসিংহ পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায় এবং জামালপুরে আসার বিরোধিতা করছে, তারা মূলত বৃহত্তর স্বার্থের চাইতে নিজেদের সুবিধাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন। বিজয় এক্সপ্রেস ট্রেন জামালপুর থেকে যাতায়াত করলে সামগ্রিকভাবে ময়মনসিংহবাসীর জন্যও অনেকক্ষেত্রে লাভবান হবে মনে করি।

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, প্রায় ১০ বছর ধরে বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে ছেড়ে যাওয়ার জন্য দাবি করে আসছিলাম। সেটারই প্রতিফলন ঘটেতে যাচ্ছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল সরকারের এই মহতী উদ্যোগকে বানচালে উঠেপড়ে লেগেছে। আমি বলবো ট্রেন একটি রাষ্ট্রীয় সম্পদ। বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে ছেড়ে গেলে সরকার লাভের মুখ দেখবেন বলে মনে করি।

জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বলেন, রেলওয়ে ডিজি জানিয়েছেন ১২ নভেম্বর জামালপুর স্টেশন থেকে নির্ধারিত সময়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিজয় এক্সপ্রেস। তিনি আরও জানান, ট্রেন একটি রাষ্ট্রীয় সম্পদ। যেখান থেকে ছাড়লে মানুষের উপকার হবে, রাজস্ব বাড়বে সেখান থেকে ট্রেন ছেড়ে যাবে।

Leave a Reply