শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি

ফের নতুন কর্মসূচি দিল বিএনপি

mdfaysalhawlader

মোঃ নাসির উদ্দিন, এক দিন বিরতি দিয়ে আগামী বুধবার থেকে আবারও তৃতীয় দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচি পালিত হবে।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। দ্বিতীয় দফায় আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে।

রিজভী বলেন, সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার ও একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ ও ৯ নভেম্বর অর্থাৎ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে আমি ঘোষণা করছি। এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি।

বর্তমানের চলমান ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য বিএনপিসহ সব সমমনা জোট ও দলের নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন বলে জানান রিজভী।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় কয়েকশ নেতাকর্মী আহত ও গ্রেপ্তার হয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরদিন সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।

হরতালের দিন সকালেই গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিবকে গ্রেপ্তার করে পুলিশ। সারা দেশে কয়েকশ নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন রিজভী।  দুই দিন বিরতি দিয়ে ফের রোববার থেকে বিএনপিসহ সমমনারা ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি করছে।

Leave a Reply