স্টাফ রিপোর্টারঃ সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ এ স্লোগান কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ১ দিন ব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায়।
শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা পাট উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে উপজেলার প্রান্তিক পর্যায়ের ৭৫ জন পাট চাষীদের অংশগ্রহণে ৯ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ মিলনায়তনে দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা পাট উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় পাট চাষ বৃদ্ধি করন ও পাটের গুণগত মান উন্নয়নে সেশন ভিত্তিক দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেরপুর খামারবাড়ি কৃষি বিভাগের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মোহাম্মদ শফিকুল ইসলাম।
শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান, শেরপুর বিএডিসির বীজ বিপনন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আবু সাঈদ, শ্রীবরদী উপজেলা পাট উন্নয়ন কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা, মোঃ আশরাফুল আলম প্রমুখ।