শিরোনাম
এলজিডির আওতার ঠাকুরগাঁওয়ে ৫৩০জন মহিলার মানবেতর জীবনযাপন এনসিপির প্রার্থী তালিকায় ১৪ নারী, কে কোন আসন থেকে লড়বেন পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার আমি নির্বাচন করবো, কোন দল থেকে করবো এটা পরের ডিসকাশন: আসিফ মাহমুদ আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত ভাঙ্গুড়ায় নতুন দলগুলো প্রকৃত সংস্কার বোঝে না: মির্জা আব্বাস বেগম খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করলো এনসিপি

এক সুদখোরের কান্ড!

Chif Editor

ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকায় বাড়িতে ঢুকে সাফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার হাত ভেঙ্গে দিলো একই এলাকার মাসুদ খালাসী নামে এক যুবক। এনিয়ে থানায় অভিযোগের পরেও কোন প্রতিকার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় সাফিয়া বেগম।
তিনি অভিযোগ করে বলেন, গত তিন বছর আগে তার ছেলে জাফরকে সুদে তিন লাখ টাকা দেয় একই এলাকার আলা খালাসীর ছেলে মাসুদ খালাসী। সেই টাকার জন্য জাফরকে না পেয়ে সাফিয়াকে চাপ দেয় মাসুদ। বিভিন্ন সময় হুমকি দিয়ে বাড়ি দখল করতে যায়। সাফিয়া আরও বলেন, তার ছেলে তাকে আলাদা করে দিয়েছে অনেক আগে। মাসুদকে এটি বলার পরেও কোন কথা না শুনে বারবার ধরে নিয়ে শারীরিক আঘাত করলে তিনি দেড় লাখ টাকা দেন। এতেও ক্ষান্ত না হয়ে আবারও টাকার জন্য সাফিয়াকে হুমকি দেয় মাসুদ। পরে সফিয়া থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ১১ টার দিকে তার বাড়িতে ঢুকে ইউপি মেম্বার বিল্লাল খালাসীর উপস্থিতিতে চেয়ার দিয়ে এলোপাথারী আঘাত করে শাফিয়ার হাত ভেঙ্গে দেয় মাসুদ। অহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে থাকা ইউপি মেম্বার বিল্লাল খালাসী ঘটনার সত্যতা শিকার করে বলেন,আমি মাসুদকে উত্তেজিত হতে নিষেধ করার পরেও এমন ঘটনা ঘটায়। বিষয়টি দু:খজনক।
এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা ফুলতলা ফাঁিড়র এসআই মেজবাহ উদ্দিন শেখ বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এঘটনার বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে এব্যাপরে জানতে অভিযুক্ত মাসুদ খালাসীর বাড়িতে গেলে তাকে পওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিক ফোন দিলে তার পরিবারের সদস্যরা জানান তিনি বাসায় নেই।

Leave a Reply