ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সালমান ফজলুর রহমান নৌকা প্রতীক নিয়ে এবারও দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আজ ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষে তিনি ১ লাখ ৫০ হাজার ৫ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে ফের নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির অ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৯শ ৩০ ভোট।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোট গণনা শেষে সর্বমোট প্রাপ্ত ভোটের হার ছিল ৩৭.০৪৫%।
এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৬০৫, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪৪৫ এবং মহিলা ভোটার ২ লাখ ৫৪ হাজার ১৫৭ জন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের তিনজন ভোটার রয়েছেন।
এ আসনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. করম আলী (হাতুড়ি) , তৃণমূল বিএনপির মুফিদ খান (সোনালী আঁশ) , ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল হাকিম (আম) , বাংলাদেশ সুপ্রিম পার্টির সামছুজ্জামান চৌধুরী (একতারা), গণফ্রন্ট’র শেখ মো. আলী (মাছ) প্রতীকে প্রতিযোগিতা করেন।