শিরোনাম
রংপুর জেলা গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা করায় আটক -১৫ টিকাদান শতভাগ সফলতার জন্য সাংবাদিকদের প্রচার খুবই গুরুত্বপূর্ণ -ড.মোহাম্মদ আলতাফ-উল-আলম রাণীশংকৈলে শ্মশান দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবিতে মানববন্ধন ফার্মগেটে মেট্রোরেলের স্প্রিং ছিটকে পড়ায় পথচারীর মৃ/ত্যু, চলাচল বন্ধ রংপুরে চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে রংপুরে প্রক্সি পরীক্ষা দিতে এসে ব্যাংক কর্মকর্তার ১ মাসের জেল সাংবাদিকতায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে প্রশিক্ষণ কর্মশালায়-শিবলী সাদিক খান অফিসে ঘুষ, বাইরে রাজনীতি -ফেরদৌস আলমের হাতে মিরপুর বিটিসিএলের দম বন্ধ!” টিউশন ফি বৃদ্ধিতে দিশেহারা তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা

ছদ্মবেশে জমিতে নেমে ডাকাত ধরে কাঁধে করে আনলেন পুলিশ

S M Rashed Hassan

 

মোঃ তোফায়েল আহমেদ:

ছদ্মবেশে জমিতে নেমে ডাকাত ধরে কাঁধে করে তুলে আনলেন পুলিশ, নাসিরনগরে ডাকাতকে ধরে কাঁধে করে নিয়ে যাচ্ছেন এএসআই কামরুল। পেছনে কনস্টেবল জাফর।

জমিতে সেচের পাম্পে কাজ করে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। খবর পেয়ে ছুটে জান এএসআই কামরুল সহ কনস্টেবল জাফর, জমিতে ওই আসামিসহ কয়েকজন মিলে খাচ্ছিলেন ইয়াবা। পানি পানের ছুতোয় ছদ্মবেশে যায় পুলিশ।

আসামিকে ধরার পরই অন্যরা দৌড়ে পালিয়ে যায়, এক পুলিশকে কামড়ায় আসামি। কোনোভাবেই সে আসতেও চাচ্ছিল না। এক পর্যায়ে কাঁধে করে তাকে তুলে আনা হয়।

এ সাহসিকতার গল্প ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের। গত শুক্রবার (২২ মার্চ) ইফতারের আগ মুহূর্তে উপজেলার হরিপুরের একটি জমি থেকে জীবন নামে এক ডাকাতকে এভাবেই ধরে আনে পুলিশ। জীবন ওই এলাকার হুসন আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানান।

সম্প্রতি সে মাধবপুর-হরিপুর সড়কে ডাকাতি করতে শুরু করে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবনের অবস্থান সম্পর্কে জানতে পারে নাসিরনগর থানা পুলিশ। ডাকাত জীবনকে গ্রেপ্তারের দায়িত্বে থাকা নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) রূপন নাথ আরো একজন কর্মকর্তা ও তিন পুলিশ কনস্টেবলকে নিয়ে হরিপুরে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন জীবন তার সঙ্গীদের দিয়ে একটি জমিতে বসে ইয়াবা সেবন করছে। তখন পুলিশ সদস্যরা সেখানে সাদা পোশাকে অবস্থান নেয়।

একপর্যায়ে পুলিশ সদস্যদের পক্ষে গিয়ে জীবন ও তার সঙ্গীদের কাছে পানি চাওয়া হয়। অবস্থা বুঝে তখন জীবনকে আটক করেন পুলিশ সদস্যরা। পড়ানো হয় হাতকড়া। পুলিশ কনস্টেবল রানার হাতে কামড় দিয়ে ও ধস্তাধস্তি করে হাতকড়া নিয়েই দৌঁড়ে পালায়। পুলিশ সদস্য ছুটে গিয়ে আবার তাকে আটক করে। এরপরও তাকে আনা যাচ্ছিল না। পরে এএসআই মো. কামরুল তাকে কাঁধে তুলে নেন। কিছু দূর আনার পর তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে কড়া পুলিশ পাহারায় থানায় নিয়ে আসা হয়।

এস আই রূপন নাথ জানান, পাঁচজন মিলে এ অভিযান চালানো হয়। জীবন খুবই ধূর্ত। সে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে বাধ্য হয়ে কাঁধে তুলে নিয়ে আসা হয়। এ ঘটনায় রানা নামে পুলিশ কনস্টেবল আহত হওয়ার কথা তিনি স্বীকার করেন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জীবন ডাকাত খুবই ধূর্ত প্রকৃতির। তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply