হালিম সৈকত, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ সভা ও রেজিস্ট্রেশনের উদ্বোধন করা হয়েছে৷ বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও রেজিস্ট্রেশনের এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর৷
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর রহমান, তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন
কান্তি দাস, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়,জেলা পরিষদের সদস্য মুহাম্মদ
দেলোয়ার হোসেন পলাশ, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোঃ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকারসহ তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং দাউদকান্দি-তিতাস আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।