শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি

পিরোজপুরে সাংবাদিককে কুপিয়ে জখম

S M Rashed Hassan

অনলাইন ডেস্ক:- পিরোজপুরের ইন্দুরকানিতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক হলেন মো. শফিকুল ইসলাম মাসুদ। তিনি উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের মো. শহিদ শিকদারের ছেলে।

তিনি দৈনিক সকালের সময় পত্রিকার ইন্দুরকানি উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এবং পিরোজপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য।
স্থানীয়রা আহত সাংবাদিক শফিকুল ইসলাম মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত সাংবাদিক শফিকুল বলেন, ‘রাতে ঘোষেরহাট বাজারে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। এ সময় দোকানের সামনে এসে সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইরশাজ শিকদার কোনো কথা না বলে আমার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ‘

অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. ইরশাজ শিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়। ইন্দুরকানি থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply