শিরোনাম
দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাই: মুহাম্মদ সাইদুর রহমান সাংবাদিক শভ্র’র দায়ের করা মামলায়,আসামীদের গ্রেপ্তারে পুলিশ”সহ আইন শৃঙ্খলা বাহিনী হার্ড লাইনে ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার

পরিত্যক্ত অবস্থায় ১পিস্তল ১৬ রাউন্ড গুলি

S M Rashed Hassan

বাকলিয়া থানা পুলিশ কর্তৃক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গত২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ০১.১৫ ঘটিকার সময় বাকলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ ফিশারিঘাটের আগে স্লুইস গেইট এলাকায় একটি আগ্নেয়াস্ত্র আছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন সঙ্গীয় এসআই (নি.) মোঃ সোহেল রানা, এসআই (নি.) এ কে এম জালাল উদ্দিন, এসআই (নি.) মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ গতরাত ০১.২৫ ঘটিকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের এলাকায় পৌঁছে আশেপাশে বসবাসরত লোকজনদের সহযোগিতায় তল্লাশি অভিযান পরিচালনা করেন। তল্লাশি অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক ০১.৫৫ ঘটিকায় বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ নবাব খাঁ কলোনিসংলগ্ন স্লুইস গেইটের পূর্ব পাশে রাস্তার ঢালে ঝুপড়ির ভিতর থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর মোড়ানো  একটি 9 mm পিস্তল (TAURUS), ০২টি ম্যাগাজিন ও ১৬(ষোল) রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় পেয়ে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে এসআই (নি.) মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া জব্দতালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Leave a Reply