শিরোনাম
তিতাসে শাশুড়ী হত্যার ঘটনায় জামাতা গ্রেফতার রংপুর বিভাগে সাড়ে ১১ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৯৯১০টি অভিযানে ৩০২৭ টি মামলা ৩১৫২ জন গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতার পদত্যাগ সাংবাদিক নূরুল কবীরের বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানাল জামায়াত ভোটের গাড়ি ‘সুপার ক‍্যারাভানের’ যাত্রা শুরু সৎ প্রার্থী বেছে চিন্তা-ভাবনা করে ভোট দিন: প্রধান উপদেষ্টা বিএনপিতে যোগ দিলেন জোটের আরেক নেতা অন্তর্বর্তী সরকার তার বৈধতা অনেক ক্ষেত্রেই হ্রাস করে ফেলেছে: দেবপ্রিয় ভট্টাচার্য তারেক রহমানের আগমন, দেশের রাজনৈতিক আকাশে আগাম বসন্তের হিল্লোল লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত

ঝিনাইদহ জেলা শহরের ‘পায়রা চত্বরে’ বিএনপি’র ‘বিশাল গণ-সমাবেশ’

Chif Editor

অনলয়ান ডেস্ক:- ঝিনাইদহ, ২৮ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস): পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার বিকেলে ঝিনাইদহ জেলা শহরের প্রাণকেন্দ্র ‘পায়রা চত্বরে’ বিএনপি’র ‘বিশাল গণ-সমাবেশ’ চলছে।
ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ এ সমাবেশে সভাপতিত্ব করছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র ঝিনাইদহ প্রতিনিধি জানান, বিশিষ্ট গীতিকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু’র নেতৃত্বে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-‘জাসাস’র কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ ‘বিশাল গণ-সমাবেশ’র শুরুতেই জাগরণ ও গণমুক্তির গান পরিবেশন করেন।

এদিকে, বিএনপি’র মিডিয়া সেল সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সকল পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা বাড়ানোর পাশাপাশি দেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি’র জনসম্পৃক্ততা নতুন এক মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে জেলায়-জেলায় গণ-সমাবেশ চলবে। ইতোমধ্যে ঢাকা, সিলেট, কিশোরগঞ্জসহ কয়েকটি জেলায় গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply