শিরোনাম
ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা। মিথ্যা সংবাদ করায় যুগান্তুর সাংবাদিক শাহিনের বিরুদ্ধে মামলা।

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ বশির (২৮), মোঃ জাবেদ (৩০) ও মোঃ জুয়েল (৩২)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনায় সোমবার (২১ অক্টোবর) বাদী মোঃ কামাল হোসেন (৪০) ডিএমপির হাজারীবাগ থানায় একটি চুরির মামলা রুজু করেন। মামলা সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে হাজারীবাগ বাজার মসজিদ মার্কেটে “গোল্ডেন প্লাস ইলেকট্রনিক্স” এর একটি দোকানের টিনের চাল কেটে দোকানে থাকা ৫টি টেলিভিশন, ১টি সিসি ক্যামেরা ও নগদ টাকাসহ বেশকিছু ইলেক্ট্রনিক্স দ্রবাদি চুরি হয়। ওই দোকানের সেলসম্যান বাদী মোঃ কামাল হোসেন তাৎক্ষনিক তার মালিক মাসুদ রহমানকে বিষয়টি অবগত করেন।

বাদী ও দোকানের মালিক আশপাশের অন্যান্য ডিলারদের সাথে আলাপ আলোচনা করে চোরকে সনাক্ত ও চোরাইকৃত মালামাল উদ্ধার করার জন্য ডিলারদের নিয়ে খোঁজ করতে থাকেন। পরবর্তী সময়ে বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারেন বশির নামের একজন তাদের ইলেক্ট্রনিকস দোকানে চুরি করেছে।

বাদী ঘটনার বিষয়টি ২০ অক্টোবর ২০২৪ হাজারীবাগ থানা পুলিশকে জানালে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বশিরের অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে ২১ অক্টোবর রাত ৩ টার দিকে কামরাঙ্গীচর থানা পুলিশের সহায়তায় কামরাঙ্গীচরের মাহাদীনগরের একটি বাসা থেকে বশিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে বশির চুরির কথা স্বীকার করে এবং তার দেখানো মতে তার হেফাজত থেকে ওই দোকান থেকে চুরি হওয়া দুটি ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টেলিভিশন উদ্ধার করে পুলিশ। বশিরের দেওয়া তথ্যের ভিত্তিতে তখনই পুলিশ তার সহযোগী মোঃ জাবেদ নামে আরো একজনকে গ্রেফতার করে। বশির ও জাবেদ জানায় চুরি হওয়া অন্যান্য মালামাল তারা হাজারীবাগের জুয়েল নামের একজনের কাছে বিক্রি করেছে।

পুলিশ তখন হাজারীবাগের বোরহানপুরের একটি বাসা থেকে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৫ টার দিকে জুয়েলকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ওই দোকান থেকে চুরি হওয়া তিনটি ৩২ ইঞ্চি ভিশন টেলিভিশন উদ্ধার করে।

হাজারীবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply