শিরোনাম
ডুমুরিয়া চানপুরে ২০ কোটি টাকার সরকারি জমি দখল করে ভবন নির্মাণের কাজ চললেও প্রশাসন নীরব কুমিল্লা অন্ধকল্যান সমিতির ১৭ কোটি ২২ লক্ষ ৯৫ হাজার টাকা দুর্নীতির তদন্ত রিপোর্ট হিমাগারে জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ঘুষের টাকায় রাজউকের চাকরি বাগিয়ে নিয়েছেন কামরুজ্জামান | পর্ব-০১ পুকুর ভরাট নিয়ে নিরব ভূমিকায় কুমিল্লার বেয়াদপ প্রশাসন বরিশাল সরকারি মডেল কলেজ: ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বই জাতিকে সঠিক গন্তব্যে নিতে পারে: -মাওঃ আঃ জব্বার বৈষম্যহীন সমাজ গড়তে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী : -মাওলানা আঃ জব্বার ধামরাইয়ে হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙ্গে দিলেন পাত্রের বাবা। মিথ্যা সংবাদ করায় যুগান্তুর সাংবাদিক শাহিনের বিরুদ্ধে মামলা।

পুলিশের দেওয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ জহিরুল ইসলাম (২০), ২। মোঃ ফয়সাল হাসান (২১), ৩। মোঃ রায়হান হোসেন (২১), ৪। মোঃ রুবেল আহম্মেদ (১৮), ৫। মোঃ রিয়াদ মাহমুদ (২১), ৬। মোঃ মেজবাউল রহমান মিল্লাদ (১৮), ৭। মোঃ মেহেদী হাসান (১৮), ৮। মোঃ সোয়ান (২১), ৯। মোঃ ইমরান হোসেন আরমান (১৮), ১০। মোঃ মেহেদী হাসান অন্তর (১৯), ১১। মোঃ সাগর (১৮), ১২। মোঃ রোহান (১৮), ১৩। মোঃ শাহারিয়ার হোসেন সোয়াদ (১৮), ১৪। মোঃ আহাদ মোল্লা (২২), ১৫। মোঃ সোহান (১৮), ১৬। মোঃ মাসনুন (১৮), ১৭। মোঃ নাঈম (১৮), ১৮। মোঃ ইমাম হাসান (১৮), ১৯। মোঃ শাকিল (১৮), ২০। মোঃ সেলিম (১৮), ২১। মোঃ সাকলাইন মুস্তাক (১৮), ২২। মোঃ হানজালাল (২২), ২৩। মোঃ মশিউর রহমান (১৮), ২৪। মোঃ প্রান্তিক (১৮), ২৫। মোঃ তাছিম রহমান (১৮) ও ২৬। মোঃ রবিন মিয়া (১৮)।

গত বুধবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে তিন টায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জন উচ্ছৃঙ্খল যুবক জোরপূর্বক বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে। তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালায়। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাধার সৃষ্টি করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়। বেআইনি সমাবেশের মাধ্যমে, বেআইনি জনতা দলবদ্ধ হয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে দাঙ্গা সৃষ্টি করত: সরকারি কাজে বাধা প্রদানসহ আঘাত করত: সরকারি স্থাপনা ভাঙচুর করে ক্ষতিসাধন এবং ভয় ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে গ্রেফতারকৃত ২৬ জনসহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহাবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এর সাথে জড়িত বলে জানা গেছে। গ্রেফতারকৃত ২৬ জনকে গতকাল ২৪ অক্টোবর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট ২০২৪ খ্রি. ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ২৬ আগস্ট ২০২৪ খ্রি. হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশেপাশের এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়।

Leave a Reply