বরিশাল প্রতিনিধি।।বরিশালে ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ পুলিশ কর্মকর্তাকে গণপিটুনি দিলেন জনতা
বরিশালে জুয়ার আসরে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে অভিযান চালাতে গিয়ে আটক হয়েছেন পুলিশের এসআইসহ ছাত্রদল নেতা। গত ২২ ডিসেম্বর রোববার মধ্যরাতে বিমানবন্দর থানাধীন চন্দ্রাপাড়া এলাকার বাসিন্দারা মাঠপুলিশ কর্মকর্তা রেদোয়ান এবং ছাত্রদল নেতা রাসেল আকনকে একচোট দিয়ে আটকে রাখেন। পরবর্তীতে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম গিয়ে তাদের আটক করে।
জানা গেছে, আটক পুলিশ কর্মকর্তা রেদোয়ান বরিশালের কাজিরহাট থানায় কর্মরত আছেন এবং রাসেল আকন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি। অভিযোগ আছে, ছাত্রদল নেতা তার বন্ধু পুলিশ কর্মকর্তাকে নিয়ে ৫ আগস্টের পর বরিশালের বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মানুষজনকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিয়েছেন।
বিমানবন্দর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জের মাধবপাশা-চন্দ্রপাড়া গ্রামে কয়েকজন যুবক একত্রিত হয়ে তাসের আসর বসায় এবং সেখানে অর্থের লেনদেনও হয়।
কোনো এক মাধ্যম এই খবর নিশ্চিত হয়ে বরিশাল মহানগর ছাত্রদল সহ-সভাপতি রাসেল, পুলিশ কর্মকর্তা রেদোয়ানসহ অন্তত ৫ জন রোববার ২২ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলযোগে ওই আসরে হানা দেন। এবং তারা নিজেদের বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে যুবকদের কাছে থেকে নগদ অর্থসহ মুঠোফোন হাতিয়ে নেন। কথিত গোয়েন্দাপুলিশের এই আচরণ প্রত্যক্ষ করে সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট বিমানবন্দর থানা এবং ডিবি পুলিশকে অবহিত করেন।
স্থানীয়রা জানান, থানা পুলিশ এবং গোয়েন্দা বাহিনী কিছুক্ষণের মধ্যেই মুঠোফোনে নিশ্চিত করে চন্দ্রপাড়া এলাকায় তাদের কোনো অভিযানিক টিম নেই। এরপরেই বিক্ষুব্ধ জনতার রোষে পড়েন এসআই রেদোয়ান এবং ছাত্রদল নেতা রাসেল আকনসহ তাদের সহযোগীরা। তখন হৈ-হুল্লোড় সৃষ্টি হলে তিনজন মোটরসাইকেলযোগে পালিয়ে গেলেও পুলিশ কর্মকর্তা এবং ছাত্রদল নেতাকে আটকে রাখা সম্ভব হয়। পরবর্তীতে থানায় খবর দেওয়া হয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে দুই ভুয়া গোয়েন্দা কর্মকর্তাকে বেদম পিটুনি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আটক দুইজনের কাছ থেকে স্থানীয় জনতা একটি হাতকড়া উদ্ধার করে দিয়েছেন। এবং তাদের মধ্যে রেদোয়ান পুলিশ কর্মকর্তা, এ তথ্য তার কর্মস্থল কাজিরহাট থানা পুলিশের ওসি মো. মিজান নিশ্চিত করেছেন।
বিমানবন্দর থানা পুলিশের ওসি মো. জাকির হোসেন সাংবাদিককে জানান, গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলেন, এমন অভিযোগে দুইজনকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছেন। এবং তাদের কাছ থেকে হ্যান্ডকাপ উদ্ধার করাও হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে, জানান ওসি।’