শিরোনাম
হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন পাবনায় দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন ১৭ বছর পর খুললো মিরপুরের ৬০ ফিটের নতুন সংযোগ সড়ক প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ জ্বালানি খাতে দুর্নীতি ও অনিয়ম”র প্রতিবাদে রংপুর ক্যাবের মানববন্ধন পুলিশের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি ৭০,পাবনা-০৩ আসনের মনোনয়ন পত্র সংগ্রহ জামায়াতের এমপি পদপ্রার্থী’র রাণীশংকৈলে ‘ডেভিল হান্ট-২’ অভিযানে আওয়ামী লীগ নেতা প্রশান্ত বসাক গ্রেফতার একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা সেই সাবেক মেয়র গ্রেফতার

সাদিক আবদুল্লাহর সহচরী সাইদুর রহমান রিন্টু গ্রেফতার।

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শিল্পপতি সাইদুর রহমান রিন্টুকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তার রিন্টু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঘনিষ্ঠ, তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, রিন্টুকে হত্যা মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া তার নিজ জেলায় তার বিরুদ্ধে মামলা আছে।

সোমবার রিন্টুকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply