শিরোনাম
রংপুরে বাবাকে কুপিয়ে হত্যা, থানায় ছেলের আত্মসমর্পণ শহীদ জিয়া স্মৃতি সংসদ, কুমিল্লা জেলা আহ্ববায়ক কমিটি গঠন দেবীদ্বারে সিপিবির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ: দেশে কার্যকর সরকার আছে কি না- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- পরেশ সভাপতি-আক্তার, সাধারণ সম্পাদক-জামাল, সাংগঠনিক সম্পাদক-আবু বকর দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন হাতিয়ায় যুবদল নেতা বেলাল হোসেন সুমনের নেতৃত্বে পণ্য পাচার চক্র সক্রিয়, দর্শকের ভূমিকায় প্রশাসন ভেদাভেদ নয় বাংলাদেশের গণতন্ত্রে-এ্যাডঃ শিমুল বিশ্বাস তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম ময়মনসিংহে ওয়ার্ড আ. লীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে ফসলী জমি দখলের অভিযোগ উঠেছে দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না: উপদেষ্টা আদিলুর নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে গেলে রূপগঞ্জে তিতাসের ডিজিএমের উপড় হামলা

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক ।।অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে গিয়ে সঙ্ঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন। এছাড়া হামলায় ওই অফিসের একজন কর্মচারী, সংযোগ বিচ্ছিন্নকারী টিমের ২ শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কোম্পানি এই তথ্য জানায়।

তিতাস জানায়, জেলা প্রশাসন নারায়ণগঞ্জকে অবহিত করে ফজলে ওয়াহিদ, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নেতৃত্বে বুধবার মৈষটেক এবং মিরেরটেক, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আনুমানিক ২০০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক চুলা বিচ্ছিন্ন এবং প্রায় ১০০ ফিট এম.এস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়।

মৈষটেক এলাকায় অভিযান শেষে মিরেরটেক বাজার সংলগ্ন ২ ইঞ্চি ডায়াবিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্ঘবদ্ধ চক্র অতর্কিত তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে। হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁওয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন। এছাড়াও ওই অফিসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের ২ শ্রমিক ও কয়েকজন পুলিশ আহত হন।

তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন জানান,সঙ্ঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় নাকের হাড় ফ্রাকচার হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

Leave a Reply