শিরোনাম
রংপুর মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি দীপশিখার হিয়ারিং স্ক্রিনিং ক্যাম্পে শ্রবন প্রতিবন্ধী শিশুদের ফিরছে শ্রবন ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত রংপুর জেলা গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা করায় আটক -১৫ টিকাদান শতভাগ সফলতার জন্য সাংবাদিকদের প্রচার খুবই গুরুত্বপূর্ণ -ড.মোহাম্মদ আলতাফ-উল-আলম রাণীশংকৈলে শ্মশান দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবিতে মানববন্ধন ফার্মগেটে মেট্রোরেলের স্প্রিং ছিটকে পড়ায় পথচারীর মৃ/ত্যু, চলাচল বন্ধ রংপুরে চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে রংপুরে প্রক্সি পরীক্ষা দিতে এসে ব্যাংক কর্মকর্তার ১ মাসের জেল

চাঁদা না পেয়ে মুরগী দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।।টঙ্গীতে চাঁদা না পেয়ে মুরগী ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই সাবেক ছাত্রদল নেতার নাম নুর মুহাম্মদ জাকারিয়া রিছাল বলে জানা যায় তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-ক্রীড়া সম্পাদক। টঙ্গী বাজার মুরগী মার্কেটের আল্লাহর দান বয়লার হাউজে এ হামলা চালানো হয়েছে। হামলায় দোকানের মালিকসহ ৪ জন আহত হয়েছে। হামলায় গুরুত্ব আহত হয়ে কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ বিষয়ে আহত দোকানের মালিক বিপুল জানান, কয়েকদিন ধরে নুর মুহাম্মদ জাকারিয়া রিছালের নেতৃত্বে কয়েকজন তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় গত ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ২০-২৫ জন সশস্ত্র যুবক তার দোকানে অতর্কিতে হামলা চালায়। এবং দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হামলায় তিনিসহ আরও ৪ জন আহত হন।

তিনি আরো জানান, টঙ্গী পৌর মুরগী বাজারে আওয়ামীলীগ নেতা নজির আহমেদ খান (ফারবেজ) পৌরসভা থেকে দোকটি ইজারা নেন। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে নজির আহমেদ খান (ফারবেজ) তার ইজারা হস্তান্তর করেন বিপুলের কাছে। বিপুল দোকান পরিচালনা করলে বেশ কয়েকদিন ধরে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-ক্রীড়া সম্পাদক নুর মুহাম্মদ জাকারিয়া রিছাল বিভিন্নভাবে দোকানের ভাড়া দাবি করে আসছিলো ।

ভুক্তভোগী মুরগী ব্যবসায়ী বিপুল আরো জানান, তার জেঠাতো ভাই সিয়ামকে ছাত্রদল নেতা রিছাল তার দলবল নিয়ে তুলে থানায় নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এ বিষয়ে সাবেক ছাত্রদল নেতা রিছালের মুঠোফোনে কল দিলে তিনি জানান, দোকানের মূল মালিকের সাথে কথা বলে সত্য জানুন। পরবর্তীতে সরজমিনে গিয়ে রিছালকে ফোন দেয়া হলে রিসিভ করেননি।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। দু’পক্ষের আসামি ধরা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply