শিরোনাম
কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে বিক্ষোভ পঞ্চগড়ে মসজিদে ইস্কন নিয়ে বক্তব্য দেওয়ায় খতিবকে আ.লীগ নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন রংপুর মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি দীপশিখার হিয়ারিং স্ক্রিনিং ক্যাম্পে শ্রবন প্রতিবন্ধী শিশুদের ফিরছে শ্রবন ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত রংপুর জেলা গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা করায় আটক -১৫ টিকাদান শতভাগ সফলতার জন্য সাংবাদিকদের প্রচার খুবই গুরুত্বপূর্ণ -ড.মোহাম্মদ আলতাফ-উল-আলম রাণীশংকৈলে শ্মশান দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবিতে মানববন্ধন ফার্মগেটে মেট্রোরেলের স্প্রিং ছিটকে পড়ায় পথচারীর মৃ/ত্যু, চলাচল বন্ধ

ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজসহ নয়জন গ্রেফতার।

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাবেক এমপি মমতাজ বেগমসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও নয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম (৫০) ২। রমনা যুব মহিলা লীগ সভাপতি হেলেন আক্তার (৫৫) ৩। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম (৪০) ৪। ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাহমুদুল হাসান অঞ্জন (২৭) ৫। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক  ক্রিড়া সম্পাদক মোঃ সাজ্জাদ(৪১) ৬। ১৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল (৪৪) ৭। ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাওয়ানী ইউনিট শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোজাম্মেল হক আকাশ (৩০) ৮। ঢাকা মহানগর যুবলীগ-উত্তরের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহীন(৪০) ও ৯। ঢাকা মহানগর আনন্দ বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারী মোঃ মিন্টু। 

 

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ডিবির একটি টিম। অন্যদিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১০:০০ ঘটিকায় হেলেন আক্তারকে গ্রেফতার করে। একই দিনে সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় ডিবি-উত্তরা বিভাগের একটি টিম রাজধানীর গুলশান-২ থেকে সুমগ্ন করিমকে গ্রেফতার করে।

 

সোমবার ডিবি- গুলশান বিভাগের একটি টিম রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মাহমুদুল হাসান অঞ্জনকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-রমনা বিভাগের পৃথক টিম বেলা আনুমানিক ০৩:০০ ঘটিকায় রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাজ্জাদ এবং বেলা আনুমানিক ০৫:০০ ঘটিকায় রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে সাইফুল ইসলাম শাহীনকে গ্রেফতার করে।

 

ডিবি সূত্র আরও জানায়, সোমবার ডিবি- সাইবার বিভাগের একটি টিম রাজধানীর ডেমরা এলাকা থেকে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মোজাম্মেল হক আকাশকে গ্রেফতার করে। একই দিনে রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় মিরপুর এলাকা থেকে মোঃ বাবুলকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। বাবুলের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলা রয়েছে। এ ছাড়াও সন্ধ্যা আনুমানিক ৬:০০ ঘটিকায় বংশাল এলাকা থেকে মোঃ মিন্টুকে গ্রেফতার করে ডিবি-লালবাগের একটি টিম।

 গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply