শিরোনাম
কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে বিক্ষোভ পঞ্চগড়ে মসজিদে ইস্কন নিয়ে বক্তব্য দেওয়ায় খতিবকে আ.লীগ নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন রংপুর মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি দীপশিখার হিয়ারিং স্ক্রিনিং ক্যাম্পে শ্রবন প্রতিবন্ধী শিশুদের ফিরছে শ্রবন ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত রংপুর জেলা গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ময়মনসিংহে অবৈধ গ্যাস সংযোগে চুনের কারখানা পরিচালনা করায় আটক -১৫ টিকাদান শতভাগ সফলতার জন্য সাংবাদিকদের প্রচার খুবই গুরুত্বপূর্ণ -ড.মোহাম্মদ আলতাফ-উল-আলম রাণীশংকৈলে শ্মশান দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবিতে মানববন্ধন ফার্মগেটে মেট্রোরেলের স্প্রিং ছিটকে পড়ায় পথচারীর মৃ/ত্যু, চলাচল বন্ধ

গ্লোবাল বিজনেস এন্ড সি এস আর এওয়ার্ড পেলেন, শিল্পী রাজ্জাক প্রধান

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অফ বাংলাদেশ এর উদ্যোগে ৩০ মে ২০২৫ শুক্রবার বিকেল পাঁচটায় হোটেল প্যানফিসিফিক সোনারগাঁও’ র পদ্মা হলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা, কব প্রেজেন্টস্ গ্লোবাল বিজনেস্ অ্যান্ড সিএসআর এওয়ার্ড -২০২৫ প্রদান ও সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশের চিত্রকলায় বিশেষ অবদানের জন্য শিল্পী রাজ্জাক প্রধানকে গ্লোবাল বিজনেস এন্ড সিএসআর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন আব্দুল হাই সরকার, চেয়ারম্যান,বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ (বি এবি)। প্রধান আলোচকের আসন অলংকৃত করেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ডঃ মো, আবু তারিক, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ড. অধ্যাপক সুকোমল বড়ুয়া, স্বাগত বক্তব্য প্রদান করেন সালাম মাহমুদ, মহাসচিব, এজাহিকাফ।উদ্বোধক হিসেবে থাকেন মোঃ গোলাম ফারুক মজনু, চেয়ারম্যান, কমিউনিকেশন অব বাংলাদেশ (কব)। সভাপতিত্ব করেন কবি রাজু আলীম,চেয়ারম্যান, গ্লোবাল মিডিয়া ফোরাম অফ বাংলাদেশ (জিএম এফবি)।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

শিল্পী রাজ্জাক প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ড্রয়িং এবং পেইন্টিং বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। তিনি আরব আমিরাতের শেখ হামদান প্যালেস সহ দেশ এবং দেশের বাইরে প্রচুর শিল্পকর্ম রচনা করেন। তার ফরেস্ট পেইন্টিং ছবিটিকে বাংলাদেশের সবচেয়ে বড় চিত্রশিল্প হিসেবে ধরা যায়। ছবিটির আয়তন ২২৫০ স্কয়ার ফিট। এছাড়াও তার Universe dream , Shadowed destiny, দারিদ্র্যের অনুরণ, harvested dream উল্লেখযোগ্য শিল্পকর্ম।

এছাড়াও আজীবন স্মারক সম্মাননা পেলেন প্রবীণ অভিনেত্রী আনোয়ারা, কণ্ঠশিল্পী ফেরদৌসী আরা,খালেদা জিয়ার ব্যাক্তিগত ক্যামেরাম্যান আলহাজ্ব নূরউদ্দিন নুরু,ডাঃ ফারজানা মাকসুদ রুনাসহ ২০জন।

Leave a Reply