শিরোনাম
রাজনৈতিক সিদ্ধান্তে ভূল করে আবারও ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল আজ দুপুর দুইটায় নিজ আসনে মির্জা ফখরুলের ইলেকশন জার্নি সিলেটে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ  জাপানের টোকিওতে ওয়েসকা ইন্টারন্যাশনাল বোর্ড মিটিংয়ে অংশ নিচ্ছেন : অরিত্র রহমান ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ থাকায় সবগুলোর ডিক্লারেশন বাতিল ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের পীরগন্জে গার্লফ্রেন্ডের মালিকানা নিয়ে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ,আহত ৯ জন রক্তে রামদা ধুয়ে, জামিনে মুখ মুছে, এখনো ক্ষমতার মঞ্চে সোনা শাহীন চুনারুঘাটে সিলিকা বালু উত্তোলনের সময় ১৪ জন আটক কারিগরি ত্রুটিতে সারজিসের প্রোগ্রামে ৮ মিনিট বিদ্যুৎ ছিল না: নেসকো কর্মকর্তা

ড্যাব নির্বচনে ডা. হারুন ও শাকিল পরিষদে আওয়ামী দোসরদের পূর্ণবাসনের অভিযোগ!

Juyel Khandokar

ডক্টর এসোসিয়েশন অফ ড্যাব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ আগামী ৯ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত নির্বাচনে দু”টি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছেন। ডাক্তার আজিজ ও ডাক্তার শাকুর পরিষদ ঐক্যবদ্ধ ও শক্তিশালী চিকিৎসা বান্ধব ড্যাব পূর্ণগঠন, অভিজ্ঞ, সৎ ও পরীক্ষিত নেতৃত্বে প্রতিশ্রুতিতে ভোট যুদ্ধে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন অপরদিকে ডাক্তার হারুন ও ডাক্তার শাকিল পরিষদ বৈষম্যহীন ড্যাব প্রতিষ্ঠার শ্লোগানে মাঠে ঘুরছেন ভোটাদের ভোট প্রত্যাশি হয়ে। তবে ডাক্তার হারুন ও ডাক্তার শাকিল পরিষদে আওয়ামী দোসর নিয়ে নির্বাচনে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় বাস্তবায়ন ও শাস্তির দাবিতে মিছিল, মিটিং কারী মাফিয়া হাসিনা সরকারের কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্রলীগের নেতা শাকিল আহম্মেদ তুর্জয় ও হোসাইন সাদ্দাম ডাক্তার শাকিলের পক্ষে ভোট ক্যাম্পিং ও সফর সঙ্গি হওয়া ভোটারদের মনে বিরুপ-প্রতিকৃয়া দেখা দিয়েছে। আওয়ামী দোসর তুর্জয়কে ড্যাব নির্বাচনের প্রার্থী ডাক্তার হারুন ও শাকিল পরিষদ সাথে নিয়ে কি ভাবে ভোট চাচ্ছেন এনিয়ে অভিযোগ তুলছেন ভোটার ও নির্বাচন প্রার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটারেরা জানান ডাক্তার হারুন ও শাকিল পরিষদ আওয়ামী ঘরনার লোক জনকে পূর্নবাসন লক্ষ্যে মাঠে কাজ করছেন। তারা বিষয়টি ক্ষতিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দেশ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান”র দৃষ্টি আকর্ষণ করছেন।

Leave a Reply