শিরোনাম
ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে চার দফা দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত বুড়িচংয়ে নির্যাতনে কলেজ ছাত্র হত্যায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন রংপুরে মাকে হত্যা মামলায় পুত্রের মৃত্যুদন্ডের আদেশ বিরলে ১৭শ কৃষক বিনামূল্যে পেলো সার ও বীজ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে: রংপুরে শিবির সভাপতি কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে বিক্ষোভ

হবিগঞ্জে শিশু তামিম নিখোঁজের নয় ঘন্টা পর উদ্ধার মরদেহ

S M Rashed Hassan

হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৮বছর বয়সী শিশু তামিম নিখোঁজের ৯ঘন্টা পর তার বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন তার পরিবারের লোকজন।

নিহত শিশু তামিম(৮)মিয়া উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাতাপুর(পঁচার ভাগ)মহল্লার মিশুক চালক মামুন মিয়ার পুত্র।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায়, ১০ আগষ্ট (রবিবার)দুপুরের দিকে প্রতিদিনের ন্যায় ঘর থেকে বের হয় তামিম। কিন্তু এলাকার তার সাথে খেলার সাথীরা বেলা ২টার দিকে তামীমকে দেখেছেন বলে জানান।

এদিকে নিহত তামিম এর পিতা মামুন প্রতিদিনের ন্যায় মিশুক গাড়ি নিয়ে বের হয়ে যান  এবং মাতা আকিরুন একটি লোন উঠাতে বেসরকারি প্রতিষ্ঠান একটি এনজিও অফিসে চলে যান। সারাদিন পিতা-মাতা বাড়িতে না থাকলে পরিবারে রয়েছে শুধু তামীম এর ছোট্ট ৩টি ভাই। তাই তার সন্ধান কেউ তেমন একটা করতে পারেননি। কিন্তু সন্ধ্যার পূর্ব পুত্র তামিমকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে পিতা-মাতা আত্বীয় স্বজন তামীমের খুজে বের হন এবং সকল আত্মীয় স্বজনদের বাড়ি ঘরে খুঁজতে থাকেন।

মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজন জানান, তামীম বিছনায় প্রসাব করে দিতো। এজন্য তাকে গোসল করে আসার জন্য বলেছিলো তার পরিবার। তাই সন্ধ্যার পর থেকে বিভিন্ন এলাকার পুকুরে পরিবার লোকজন ও আত্বীয় স্বজনগন জাল দিয়ে তামিমকে খুঁজাখুঁজি করেন। এমনকি তামীমের সন্ধান চেয়ে বানিয়াচং উপজেলা সদরের সব-কটি বাজার ও পাড়া মহল্লায় মাইকিং করানো হয়।

রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে মাতাপুর মহল্লার মসজিদের পুকুর থেকে দীর্ঘ ৯ ঘন্টা নিখোঁজের পর মরদেহটি পরিবারের লোকজন উদ্ধার করেন। তবে তামিমের মরদেহটি পুকুর থেকে উদ্ধার করলেও তার পেটের মধ্যে তেমন কোন পানি নেই বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীগণ।

সর্বশেষ ১১ আগষ্ট (সোমবার) রাত সোয়া ১টার দিকে থানা পুলিশ যাওয়ার খবর পাওয়া যায় নাই। এমনটা নিশ্চিত করেন নিহত তামিমের নানা কনু মিয়া।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তাফা জানান, এই ঘটনার খবর থানায় আসেনি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply