আতিকুল ইসলাম, ক্যাম্পাস (তেজগাঁও কলেজ) প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজ ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) তেজগাঁও কলেজ জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।
এসময় দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও জাতীয় জীবনে তার অবদানের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোরশেদ আলম তরুণ, সদস্য সচিব মোঃ সেলিম হোসেন সহ আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ছাত্রনেতারা বলেন, “ আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা ও দীর্ঘ জীবন দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।”