শিরোনাম
ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে চার দফা দাবিতে নাগরিক উন্নয়ন ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত বুড়িচংয়ে নির্যাতনে কলেজ ছাত্র হত্যায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন রংপুরে মাকে হত্যা মামলায় পুত্রের মৃত্যুদন্ডের আদেশ বিরলে ১৭শ কৃষক বিনামূল্যে পেলো সার ও বীজ একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে: রংপুরে শিবির সভাপতি কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও সড়কে বিশৃঙ্খলা বন্ধে বিক্ষোভ

বরগুনায় জমি দখলকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা গ্রেপ্তার-১

Mehraz Rabbi

স্টাফ রিপোর্টার।।বরগুনা সদর উপজেলার কেওরাবুনিয়া ইউনিয়নে জমি দখলের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে লতাবাড়িয়া গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের আব্দুল বারেক মৃধা (৫০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৪৫)।

পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের করা মামলার পরপরই ১ নম্বর আসামি শাহিনকে আটক করেছে বরগুনা থানা পুলিশ।

আহত পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী নুরুল ইসলাম আব্দুল বারেকের বসতবাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। তার ভাড়াটে সন্ত্রাসী শাহিন ও শাকিল প্রথমে মমতাজ বেগমকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে আহত করে। পরে রাতের কিছু সময় পর নুরুল ইসলামের নেতৃত্বে শাহিন, শাকিল, সুখী, সানজিদা, সিয়ামসহ আরও কয়েকজন বারেক মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। স্ত্রী মমতাজ এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে বারেকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।

এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকায়। ভুক্তভোগী পরিবার বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply