শিরোনাম
সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা বিসিএসআইআর কল্যাণ পরিষদ নির্বাচনে তাসলিমা-হাসিবুল প্যানেলের জয় তেজগাঁও কলেজে জমকালো আয়োজনে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন কুমিল্লায় র‍্যাব”র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  কুমিল্লায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বুড়িচং প্রশাসন কর্তৃক অবৈধ ড্রেজার মেশিন বিকল ও জরিমানা আদায় আগামী নির্বাচনে জনসমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি: মেয়র শাহাদাত “খুনের দায়ে কুমিল্লায় একজনের যাবজ্জীবন কারাদন্ড” চবি’র আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চবি, ১৪৪ ধারা জারি

গড়েয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

S M Rashed Hassan

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও উপজেলার সদর ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে বিএনপির ঠাকুরগাঁও সদর ১৩ নং গড়েয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত।

সোমবার (১৮ আগস্ট ) বিকাল ৬ টায় গড়েয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে গড়েয়া ডিগ্রী কলেজ হল রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির মোঃ পয়গাম আলী যুগ্ম সাধারণ সম্পাদক,গেষ্ট অব অনার উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ, প্রধান বক্তা মোঃ মাহাবুব হোসেন তুহিন সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি, বিশেষ অতিথি মোঃ কাজী আজমগীর সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি, মামুনুর রশিদ মিল্টন সদস্য ঠাকুরগাঁও জেলা শাখা,মোঃ বুলেট সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও সদর উপজেলা, মোঃ ইয়াছিন আলী সদস্য ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি।

আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, যুবদলের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুল হক।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজওয়ানুল ইসলাম ( রেদো শাহ্) এর সভাপতিত্বে সভায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তাশারফ হোসেন (স্বরণ)।

অতিথি বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের গর্ব ও ঠাকুরগাঁওয়ের অহংকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত করে ঠাকুরগাঁওয়ের মানুষের মাঝে উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। তাই সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে।এছাড়াও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন ভাবে অপ্রচার চালিয়ে যাচ্ছে তাই সবাইকে সজাগ থাকতে হবে যেন কোনও ভাবেই তারা আর চক্রান্ত করতে না পারে।

সবশেষে ঠাকুরগাঁও উপজেলার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা। বর্ধিত সভায় উপজেলার নেতৃবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল, যুবদল,কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদল এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply