শিরোনাম
আগামী নির্বাচনে জনসমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি: মেয়র শাহাদাত আগামী নির্বাচনে জনসমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি: মেয়র শাহাদাত “খুনের দায়ে কুমিল্লায় একজনের যাবজ্জীবন কারাদন্ড” চবি’র আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষে রণক্ষেত্র চবি, ১৪৪ ধারা জারি নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান

মাধবপুর ড্রেজার ব্যবসার মূল নেপথ্যে ঘুসখোর তশিলদার কান্তি দেবনাত

Juyel Khandokar

স্টাফ রিপোর্টার:- মাধবপুর ইউনিয়নে ড্রেজার ব্যবসায়ীদের মূল এজেন্ডার বাস্তবায়ন করার ঘুসখোর ভূমি তশিলদার কান্তি দেবনাত এর বিরুদ্ধে অভিযোগ!

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের ড্রেজার ব্যবসায়ীদের মূল এজেন্ডার বাস্তবায়ন করেন ভূমি তশিলদার কান্তি দেবনাত বলে এমন অভিযোগ উঠেছে। সরজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায় মাধবপুর ইউনিয়ন ভূমি অফিসের আসে পাশে মোট ৩টি ড্রেজার চলমান। নাম প্রকাশে অনিচ্ছুক ড্রেজার ব্যবসায়ী জানান যে তশিলদার কান্তি দেবনাত”কে কি টাকা দেওয়া ছাড়া আমরা চালাতে পারব নাকি! তাকে ঘুষ দিয়েই আমরা ড্রেজার চালাই নয়তো ইউএনও ও এসিল্যান্ড এসে সব ভেঙ্গে দেয়। ইউএনও ও এসিল্যান্ড অভিযানে আসলে কান্তি দেবনাত বাবু আগেই আমাদেরকে ফোন করে জানান তখন আমরা সব সরিয়ে নেই।

অবৈধ ড্রেজার দিয়ে মাধবপুর ইউনিয়ন ভূমি অফিসের পাশের রাস্তায় কয়েকটি স্থাপনা ভরাট এর কাজ চলছে এ-সব বিষয় ভূমি অফিসে গিয়ে ঘুসখোর তশিলদার কান্তি দেবনাত এর বক্তব্য জানতে গিয়ে প্রথমে অফিসে ঢুকে দেখা যায় এক বৃদ্ধার কাছ থেকে ৫০০ টাকা নিয়ে পকেটে ঢুকান পরে সাংবাদিকেরা ভিজিটিং কার্ড দিলে অফিসের বাহিরে ডেকে এনে কি জানতে চাচ্ছে মর্মে ভূমি অফিসের পাশে ড্রেজার চলার বিষয় অবগত আছেন কিনা জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন জানি তো আপনারা আমাকে কি করতে বলেন? আপনাদেরকে এখনি এসিল্যান্ড স্যারকে কল দিয়ে হাজত খাটয়ে ছাড়ব বলে হুমকি দিয়ে এসিল্যান্ডকে ফোন দিলে তখন ইউএনও সাথে এবিষয় কথা হয়েছে বলে এসএমএস দেখালে তখন ঘুসখোর তশিলদার কান্তি দেবনাত বলেন আপনারা বলেছেন ব্যবস্থা নেব। ভাবা যায় কান্তি দেবনাত এর নাকের ডগাতেই চলে ড্রেজার কিন্তু কেউ অভিযোগ না দিলে ব্যবস্থা নেবেন না? তার মানে অপরাধের অভিযোগ না গেলে সে কোন পদক্ষেপ গ্রহণ করবেন না আর করবেনই বা কি করে কারণ অবৈধ ড্রেজার তো তার নেতৃত্বেই চলে!

উক্ত বিষয় জানতে ব্রাহ্মণপাড়া ইউএনওকে ফোন করলে তিনি এসিল্যান্ডকে জানাতে বলেন একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেনি।

সরজমিনে অনুসন্ধানে জানা যায় ঘুসখোর কান্তি দেবনাত জমি খারিজ করতেও ১০ থেকে ২০ হাজার টাকা ঘুষ ছাড়া তিনি কাজ করেন না! কুমিল্লা শহরেও তিনি বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলেও অভিযোগ উঠেছে, অনুসন্ধান চলমান।

Leave a Reply