শিরোনাম
রংপুরে তিন সাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন এক হাদির রক্তের ওপর লাখো হাদি দাঁড়িয়ে যাবে: হেফাজতে ইসলাম সবাই হাদি হতে পারে না, আমি চেষ্টা করেও পারিনি: মাহমুদুর রহমান রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ হাদিকে গুলি: ফেনী সীমান্তে বিজিবির তল্লাশি ও টহল জোরদার আমার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব দানে ইউ এন ( UN) ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ জন বাংলাদেশি সেনা নিহত, জানায় আই এস পি আর শহর থেকে গ্রামের বাড়ি গেলেন বেড়াতে, রাতে গলা কেটে হত্যা

তেজগাঁও কলেজে ছাত্র সংসদ পুনরায় চালুর দাবিতে শিক্ষার্থীদের আবেদন

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

তেজগাঁও কলেজে ছাত্র-ছাত্রীদের সার্বিক কল্যাণ, নেতৃত্বের বিকাশ ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির স্বার্থে ছাত্র সংসদ পুনরায় চালুর দাবি জানিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ।

বুধবার (২৭ আগস্ট) একদল শিক্ষার্থী অধ্যক্ষের নিকট এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন।

আবেদনপত্রে বলা হয়, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো তেজগাঁও কলেজেও দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ বন্ধ রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক দক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আবেদনকারীরা উল্লেখ করেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং গণতান্ত্রিক চর্চার পরিবেশ তৈরির জন্য ছাত্র সংসদ অপরিহার্য।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা প্রশাসনিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নিতে পারছেন না বরং প্রায়ই তাদেরকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।

আবেদনে স্বাক্ষরকারীরা বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক চর্চার স্বার্থে অবিলম্বে তেজগাঁও কলেজে ছাত্র সংসদ পুনরায় চালু করা প্রয়োজন।

এ সময় আবেদনে বিভিন্ন বিভাগের অন্তত ১৫ জন শিক্ষার্থীরা স্বাক্ষর করে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট জমা দেন।

Leave a Reply