আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজে ছাত্র-ছাত্রীদের সার্বিক কল্যাণ, নেতৃত্বের বিকাশ ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির স্বার্থে ছাত্র সংসদ পুনরায় চালুর দাবি জানিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ।
বুধবার (২৭ আগস্ট) একদল শিক্ষার্থী অধ্যক্ষের নিকট এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন।
আবেদনপত্রে বলা হয়, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো তেজগাঁও কলেজেও দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ বন্ধ রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক দক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আবেদনকারীরা উল্লেখ করেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং গণতান্ত্রিক চর্চার পরিবেশ তৈরির জন্য ছাত্র সংসদ অপরিহার্য।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা প্রশাসনিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নিতে পারছেন না বরং প্রায়ই তাদেরকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
আবেদনে স্বাক্ষরকারীরা বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক চর্চার স্বার্থে অবিলম্বে তেজগাঁও কলেজে ছাত্র সংসদ পুনরায় চালু করা প্রয়োজন।
এ সময় আবেদনে বিভিন্ন বিভাগের অন্তত ১৫ জন শিক্ষার্থীরা স্বাক্ষর করে তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট জমা দেন।