শিরোনাম
নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ ভুরুঙ্গামারীতে সরকারি চাকুরির বিধি লঙ্ঘন করে প্রাথমিকের শিক্ষকের দাপুটে সাংবাদিকতা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জমি ভরাটের কাজ করছেন চাঁনপুরে আওয়ামী দোসরেরা ফটিকছড়িতে মুরগির খামারে খাবার খেতে এসে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির মেছোবাঘ ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দূর্নীতি প্রতিরোধ করবে জামায়াত: অধ্যক্ষ আমিরুজ্জামান গুলশানের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আওয়ামী দোসর মেরিনা লাভলীর অফিস ও বাসায় পুলিশের তল্লাশি সাবেক সভাপতি মিজানুর রহমান রাজের মুক্তি দাবিতে তেজগাঁও কলেজ ছাত্রদলের প্রতিবাদ বিআইডব্লিউটিএ দুর্নীতি ড্রেজিংয়ের টাকায় আংগুল ফুলে কলাগাছ সাইদুর রংপুর প্রেসক্লাব দখলের চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রধান, থানা ঘেরাও কর্মসচি”র হুশিয়ারি

নূরের উপর হামলা, চট্টগ্রামে সড়ক অবরোধ

S M Rashed Hassan

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম:
ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং তাঁর নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন দলটির সমর্থকরা।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।

এসময় টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। গণ অধিকার পরিষদের সঙ্গে যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও বিক্ষোভে যোগ দেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের পর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রামের ২ নম্বর গেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেন পরিষদের নেতা-কর্মীরা।

শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আহত নুরুল হক নুরের ছবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সড়কে অবস্থান নিয়েছেন। এসময় তারা স্লোগান দিতে থাকেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সজাগ আছি। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply