শিরোনাম
নিমসার বাজারে দোকান ভাড়া নিয়ে মালিকের উপর হামলা করে পাল্টা অভিযোগ থানায় রিফাইন্ড আ’লীগ বা ‘জাপা’ নামে ফ্যাসিবাদি শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা বিসিএসআইআর কল্যাণ পরিষদ নির্বাচনে তাসলিমা-হাসিবুল প্যানেলের জয় তেজগাঁও কলেজে জমকালো আয়োজনে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন সম্পন্ন কুমিল্লায় র‍্যাব”র অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  কুমিল্লায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বুড়িচং প্রশাসন কর্তৃক অবৈধ ড্রেজার মেশিন বিকল ও জরিমানা আদায় আগামী নির্বাচনে জনসমর্থন নিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে বিএনপি: মেয়র শাহাদাত “খুনের দায়ে কুমিল্লায় একজনের যাবজ্জীবন কারাদন্ড”

সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

S M Rashed Hassan

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি এক আলোচনা সভার আয়োজন করে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

আলোচনা সভায় তিনি বলেন, “তারেক রহমান শুধু বিএনপি নয়, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সাহস ও অনুপ্রেরণার উৎস হয়ে আছেন।”

তিনি আরও বলেন, বর্তমান দুঃশাসন ও গণতন্ত্রবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply