শিরোনাম
তেজগাঁও কলেজে ফটোগ্রাফি ক্লাবের নতুন ভেস্ট উদ্বোধন তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে উদ্যোগ, সন্ত্রাসী হামলায় সংবাদদাতা পরিবারসহ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে তেজগাঁও কলেজে চার বিভাগে সাউন্ড সিস্টেম উদ্বোধন তেকসাস’র নবীন সদস্যদের ভার্চুয়াল পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডে প্রতি মাসে কোটি টাকার ময়লা বাণিজ্য’র অভিযোগ কুমিল্লায় বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১ টাকার বিনিময়ে করেন নোটিশ গায়েব রাজউককে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছেন অথরাইজড অফিসার ইলিয়াস নিমসার বাজারে দোকান ভাড়া নিয়ে মালিকের উপর হামলা করে পাল্টা অভিযোগ থানায় রিফাইন্ড আ’লীগ বা ‘জাপা’ নামে ফ্যাসিবাদি শক্তিকে পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না সিরাজগঞ্জে তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

তেজগাঁও কলেজে চার বিভাগে সাউন্ড সিস্টেম উদ্বোধন

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
তেজগাঁও কলেজে শিক্ষার মানোন্নয়নে নতুন মাত্রা যোগ হলো। কলেজের মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইংরেজি ও বায়োকেমিস্ট্রি বিভাগের ক্লাসরুমে চারটি আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে।

রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন সাউন্ড সিস্টেমগুলোর উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন উদ্বোধনী বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শ্রেণিকক্ষে সাউন্ড সিস্টেম যুক্ত হওয়ায় শিক্ষকরা পাঠদান করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং শিক্ষার্থীরাও আরও মনোযোগী হতে পারবেন।”

শিক্ষকরা মনে করছেন, শ্রেণিকক্ষে শিক্ষকের কণ্ঠস্বর পরিষ্কারভাবে পৌঁছানোর ফলে শিক্ষাদান আরও সহজ হবে এবং বড় ক্লাসগুলোতেও সবাই সমানভাবে উপকৃত হবে। শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন সাউন্ড সিস্টেম যুক্ত হওয়ায় তারা এখন আরও মনোযোগ দিয়ে পাঠ শুনতে পারবেন।

কলেজ প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য বিভাগেও ধাপে ধাপে সাউন্ড সিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার মান উন্নয়নে প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে।

Leave a Reply