শিরোনাম
নিখোঁজের ১০ দিনেও খোঁজ মেলেনি তিন মাদ্রাসাছাত্রীর,প্রতিষ্ঠান প্রধানকে গ্রেফতারের দাবি জুলাই আন্দোলনের মামলায় তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান গ্রেফতার তেজগাঁও কলেজে এইচএসসি ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্যের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘প্রবর্তন’ আলোচনা সভায় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি সংবাদ প্রকাশের পর স্থগিত হলো তেজগাঁও কলেজ সাইকোলজি ক্লাবের কমিটি থ্যালাসেমিয়া রোগীদের পাশে তেজগাঁও কলেজ রোভার স্কাউট, সোমবার ব্লাড ডোনেশন ক্যাম্পেইন সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ের সেই ধর্ষক আওয়ামী চেয়ারম্যান অখিল চন্দ্রকে পুনর্বহালের জন্য পাঁচ লাখের খেলা তেজগাঁও কলেজে ফটোগ্রাফি ক্লাবের নতুন ভেস্ট উদ্বোধন

তেজগাঁও কলেজে এইচএসসি ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

S M Rashed Hassan

আতিকুল ইসলাম, তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ

রাজধানীর তেজগাঁও কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি আবু জাফর মোঃ কামাল উদ্দিন, মোহাম্মদ রফিকুল আলম ও সিলভিয়া খায়ের।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উচিত তাদের মূল্যবোধ বৃদ্ধি করা। মূল্যবোধ একজন শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা এনে দেয়। তিনি শিক্ষা জীবনের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তার বক্তব্য শেষ করেন।

বক্তারা নবীন শিক্ষার্থীদেরকে নৈতিকতা, মানবিকতা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, তেজগাঁও কলেজ শুধু শিক্ষা নয়, সংস্কৃতি ও নেতৃত্বগুণ বিকাশেও শিক্ষার্থীদের আলোকিত করবে।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

Leave a Reply