শিরোনাম
কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর পক্ষে  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন : উদবাতুল বারী আবু সন্ত্রাসীদের পক্ষে থাকা আইনজীবীদের মুখোশ উন্মোচনের আহ্বান সাদিক কায়েমের হাদির আক্রমণকারী চিহ্নিত, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার চলছে: মির্জা ফখরুল ওসমান হাদিকে হত্যাচেষ্টা: প্রধান অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবি রিমান্ডে হাদির ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ শুরু ওসমান হাদির পক্ষে নির্বাচনী প্রচারণায় রনি নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আর দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ওসমান হাদি হাদির ওপর হামলা: সাদিক কায়েমের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নির্বাচনকে সামনে রেখে দেশে অনুকূল পরিবেশ বিরাজ করছে: অর্থ উপদেষ্টা

কুমিল্লায় চুরির অভিযোগে কুকুর লেলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল: র‍্যাব-পুলিশের অভিযানে আটক ৩

Chif Editor

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে নির্মমভাবে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ক্ষোভ দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। ঘটনার পরপরই র‍্যাব-১১ সিপিসি-২ ও বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

নির্যাতনের শিকার যুবকের নাম শ্রী জয় (৩২)। তিনি চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়—
দুটি কুকুর শ্রী জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন লাঠি হাতে তাকে আঘাত করছে। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাকুরা স্টিল মিলে সম্প্রতি একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিরাপত্তাকর্মীরা নামাজে না গিয়ে চোর ধরতে ওঁত পেতে থাকেন। এসময় শ্রী জয় মিলের ভেতরে প্রবেশ করলে তাকে ধাওয়া করে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে লাঠি দিয়েও মারধর করা হয়।

ভিডিও ভাইরাল হওয়ার পরপরই র‍্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে আটক করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান,
“এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে র‍্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

ভিডিও প্রকাশের পর স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে বলেছেন, চুরির অভিযোগ থাকলেও এভাবে কুকুর লেলিয়ে নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এ ঘটনার কঠোর বিচার দাবি করেছেন।

Leave a Reply