
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নে সরকারি খাল দখল করে দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন স্থানীয় যুবলীগ নেতা এমদাদ স্বর্ণকার। অভিযোগ উঠেছে, সাবেক সংসদ সদস্য কুমিল্লা-০৪(দেবিদ্বার) এর রাজীব মুন্সীর প্রভাব খাটিয়ে তিনি এ অবৈধ দখল বজায় রেখেছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সুবিল সলিমুল্লাহ মাদ্রাসার দক্ষিণ পাশে এক সময়কার বিশাল সরকারি খালটি আজ একটি ব্যক্তিমালিকানাধীন পুকুরে রূপ নিয়েছে। প্রায় ৩০ বছর আগে খালের দুই প্রান্ত মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকেই জায়গাটি বিশাল পুকুরে পরিণত হয় এবং সেখানে নিয়মিতভাবে মাছ চাষ শুরু করেন এমদাদ স্বর্ণকার। এলাকাবাসীর দাবি, সরকারি খালের জায়গা দখল করে গড়ে ওঠা এই পুকুর থেকে প্রতি বছর অন্তত ২ লাখ টাকা রাজস্ব আদায়ের কথা থাকলেও এত বছরেও কোনো অর্থ সরকারি কোষাগারে জমা হয়নি। দীর্ঘ তিন দশক ধরে এভাবে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব বঞ্চিত হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে দখলদাররা এত বছর ধরে অবৈধভাবে সরকারি সম্পদ ব্যবহার করে আসছে। অথচ একই সময়ে সাধারণ মানুষকে সামান্য সরকারি খাস জমির জন্যও ভোগান্তিতে পড়তে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সরকারি খালের জায়গা দখল করে ব্যক্তিগতভাবে ভোগদখল করা হচ্ছে, অথচ প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। তারা প্রশ্ন তুলেছেন—“এত বড় সরকারি সম্পদ এত বছর ধরে বেহাত হলো, কোটি কোটি টাকার রাজস্ব গেল কোথায়? এর জবাব কে দেবে?” এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ রক্ষায় এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। নইলে সরকারি খাল দখলের এ প্রবণতা আরও বেড়ে যাবে, যা ভবিষ্যতে জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। দ্রুত সরকারি পর্যায়ে তদন্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল ও ভুক্তভোগীরা।



