শিরোনাম
মমেক হাসপাতালে দালাল চক্র নিরসনে মোবাইল কোর্টে গ্রেপ্তার ১৮ জনকে সাজা প্রদান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক সম্রাট সুজনকে আটক করেছে পুলিশ দেবিদ্বারে খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন: অভিভাবক সদস্য পদে জাহাঙ্গীর আলমের ব্যালট নম্বর ৪ মানবিক সংগঠন “মানবিক কুমিল্লা” উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রংপুরে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির প্রচারাভিযান গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় মুক্তি আন্দোলন জোট গঠন এর ঘোষণা ঈশ্বরগঞ্জ উপজেলায় ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে পেশাদারিত্বের ঘাটতি ও চরম অদক্ষতা ঠাকুরগাঁও জেলা পুলিশ যেন উজিরে খামাখা? ভেঙে পরেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি  ঠাকুরগাঁওয়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বুড়িচংয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বিএডিসির বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রের উপ পরিচালক ফারুকের দূর্নীতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ

Juyel Khandokar

বিশাল রহমান, নিজস্ব প্রতিবেদক:- ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র টেন্ডারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

কৌশল খাটিয়ে পুনঃ দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে পছন্দের ঠিকাদারের পক্ষে সুপারিশ করায় বিতর্কে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক ফারুক হোসেন।

তবে উপপরিচালক ফারুক হোসেনের দাবি অনিয়ম নয় কৃষককে যেনো সময়মত বীজ সরবরাহ করা যায় সেই লক্ষ্যেই পুনঃ দরপত্র বিজ্ঞপ্তি দিয়ে ঠিকাদারের পক্ষে উর্ধতনদের কাছে সুপারিশপত্র প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ণ কর্পোরেশন উপপরিচালক (বীপ্র) এর কার্যালয় বীজ প্রক্রিয়াজাতকরণ ঠাকুরগাঁও থেকে গত (০২ সেপ্টেম্বর ২০২৫) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রসমুহে সংরক্ষিত, আউশ, আমন, বোরোধান ও গমবীজ ২০২৫-২৬ বীজ পরিবহণবর্ষে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চল/ট্রানজিট গুদাম সমুহে প্রেরণের জন্য পরিবহন ঠিকাদার নিয়োগ সংক্রান্ত দরপত্র আহবান করা হয়।

আর সেই বিজ্ঞপ্তির সারা দিয়ে মোসার্স মাহবুব এন্টারপ্রাইজ, মেসার্স আরআরবি ট্রের্ডাস, মেসার্স হাসান ট্রের্ডাস, মোঃ আব্দুল কুদ্দুসসহ চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী সর্বোনিম্ন দরদাতাকে কাজের দায়িত্ব প্রদান করবে কর্তৃপক্ষ।

তবে এ দরপত্রে অংশ সর্বনিম্ন দরদাতা মোসার্স মাহবুব এন্টারপ্রাইজ ৯৫ লাখ ২৮ হাজার ৫শ টাকা ও নিকটতম দরপত্রে অংশ দরদাতা মেসার্স আরআরবি ট্রের্ডাস ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ১৫০ টাকায় আহবান করে। বাকি দুটি প্রতিষ্ঠান তাদের চেয়ে অনেক বেশি দরে আহবান করে।

মুলত বিধিমালা অনুযায়ী সর্বনিম্ন দরদাতাকে মূল্যায়ন করার কথা থাকলেও পূর্বে মোসার্স মাহবুব এন্টারপ্রাইজ বিএডিসিতে কাজ পেলেও সঠিক সময় কাজ বুঝিয়ে না দেয়াসহ বিভিন্ন অভিযোগে ওই প্রতিষ্ঠানকে মুল্যায়ন করতে অস্বীকৃতি প্রদান করে দরপত্র আহবান কমিটি।

নিয়ম অনুযায়ী নিটকতম মেসার্স আরআরবি ট্রের্ডাস ঠিকাদারি প্রতিষ্ঠানকে মুল্যায়ন করার কথা থাকলেও ক্ষমতার দাপটে উপপরিচালক ফারুক হোসেনের নির্দেশে টেন্ডারটি বাতিল করা হয়।

পরবর্তিতে (১৮ সেপ্টেম্বর) পুর্ন দরপত্র আহবান করা হয়। এ আহবানে পুর্বের চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াও নতুন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মোঃ আমিন উদ্দীন সরকার ১ কোটি ৪ লাখ ১০ হাজার টাকায় দরপত্রে অংশ নেয়।

যা সর্বনিম্ন দরদাতার চেয়ে প্রায় ৯ লাখ টাকা বেশি। তবে পুর্বের কাজে নিয়ম ভঙ্গ করায় সর্বনিম্ন দরদাতাকে বাতিল করে আমিন উদ্দীন সরকারকে মুল্যায়ন করে বিএডিসির উর্ধতনদের কাছে সুপারিশপত্র পেরণ করে দরপত্র আহবানকৃত কর্তৃপক্ষ।

মেসার্স হাসান ট্রের্ডাস, আব্দুল কুদ্দুসসহ অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিস্টরা অভিযোগ করে বলেন, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অমান্য করে উপপরিচালক ফারুক হোসেন ক্ষমতার দাপট ও অর্থের লোভে পুন:দরপত্র আহবান করেন।

কৌশলে তিনি আমিন উদ্দীন সরকার নামে ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে জোর তদবির করেছেন।

যা রিতিমত অন্যায়। দেশের ১২ জেলায় টেন্ডার হলে কথাও অনিয়ম হয়নি। শুধু ঠাকুরগাঁওয়ে ব্যাতিক্রম। যা করা হচ্ছে সব ক্ষমতার দাপটে।

তারা আরো বলেন, উপপরিচালক ফারুক হোসেন বেশ কয়েক বছর ধরে একই জেলা সদরের কলেজপাড়া বিএডিসি কন্ট্রাক গ্রোঃ এর উপপরিচালক,পরবর্তিতে বীজ প্রক্রিয়াজাতকরণ কার্যালয়ের উপপরিচালক ও বিএডিসির (টিসি) এর উপপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।

সেকারনে এ অঞ্চলের ঠিকাদারদের সাথে তার সক্ষতা গড়ে উঠে। এতেই দুর্নীতি করণে সুবিধা বাকিয়ে নিচ্ছেন তিনি। যার প্রমান হিসেবে দরপত্র আহবানের পর পরিস্কার হয়।

অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুযায়ী সংশ্লিস্ট ঠিকাদারকে কাজ প্রদানসহ উপপরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধতনদের অনুরোধ করেছেন।

এ বিষয়ে সুপারিশকৃত ঠিকাদার মোঃ আমিন উদ্দীন সরকারের কাছে দরপত্র আহবানের বিষয়ে জানতে চাইলে তিনি কত টাকায় দরপত্র আহবান করেছেন তার সঠিক তথ্য দিতে পারেননি।

এর আগে এই ঠিকাদারি প্রতিষ্ঠান দিনাজপুর বিএডিসিতে কাজ পেলেও সঠিকভাবে সম্পাদন করতে পারেনি বলেও অকপটে স্বীকার করেন।

তবে নিজে কাজ না করে অন্যের কাছে বিক্রী করবেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন অনেকেই ফোন করছে পরবর্তিতে সীদ্ধান্ত নেবেন।

আর সব অভিযোগের বিষয়ে বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক ফারুক হোসেন জানান, আমি নিয়ম মেনেই সুপারিশ করেছি।
স্থানীয়দের অভিযোগ বীজ প্রক্রিয়াজাত কেন্দ্রের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি অনৈতিক কর্মকাণ্ড ও ঘুষ দূর্ণীতির মহোৎসবে মেতে উঠে অল্পদিনে আংগুল ফুলে কলাগাছে পরিনত হয়েছেন।

এ বিষয়ে বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোঃ মোশাব্বের হোসেন জানান, দরপত্র আহবান করা হয়েছে বিষয়টি অবগত। তবে কোন অনিয়ম হলে তা খতিয়ে ব্যবস্থা নেয়া হবে। ঠাকুরগাঁওবাসী অবিলম্বে দূর্ণীতিবাজ উপপরিচালক ফারুক হোসেনের কবল থেকে ঠাকুরগাঁও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র রক্ষা করার জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply