আজিজুল ইসলাম যুবরাজঃ
সিভিল ল’ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মশালা-২০২৫ এ অংশগ্রহণকারী ১৪তম ব্যাচের আইনজীবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অ্যাডভোকেট জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় নবীন ও অভিজ্ঞ আইনজীবীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, আইন শিক্ষার প্রসারে যারা অগ্রণী ভূমিকা রাখছেন, তাদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব। সিভিল ল’ ফাউন্ডেশন আইন শিক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।

কর্মশালায় আইন পেশার নৈতিকতা, কোর্ট প্র্যাকটিস, আইনি খসড়া তৈরি ও যুক্তিতর্ক উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। অংশগ্রহণকারীরা এ আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেন।



